চাকরি প্রত্যাখ্যান প্রায় ৩০% প্রার্থীর, উচ্চ প্রাথমিকে কাউন্সেলিংয়ে নয়া জট

Published on:

ssc

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে বহু অপেক্ষার পর শুরু হল দ্বিতীয় কাউন্সেলিং। গতকাল অর্থাৎ ১৭ ডিসেম্বর থেকে উচ্চ প্রাথমিকে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু হয়েছে। প্রথম দিনেই অনুপস্থিত ও প্রত্যাখ্যান মিলিয়ে শিক্ষকতার চাকরি গ্রহণ করল না ২৭.৮০ শতাংশ চাকরিপ্রার্থী। জানা গিয়েছে, স্কুল সার্ভিস কমিশন বা SSC মেধা তালিকায় থাকা মোট অপেক্ষমাণ চাকরিপ্রার্থীদের মধ্যে ৪৪৬ জন প্রার্থীকে ডেকেছিল। কিন্তু তাঁদের মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যান মিলিয়ে চাকরিপ্রার্থীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২৪ এ। বাকি সবাই অনুপস্থিত। কেউ চাকরি প্রস্তাব সরাসরি প্রত্যাখান করেছেন তো কেউ আবার প্রস্তাবে কোনো সাড়া দেয়নি। অর্থাৎ, প্রথম দিনেই প্রায় ২৮ শতাংশ প্রার্থী অনুপস্থিত ছিলেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দ্বিতীয় কাউন্সেলিং এও অনুপস্থিতির সংখ্যা কম

যদিও দ্বিতীয় কাউন্সেলিং এ যে এই পরিণতি হত, তা আগেই টের পাওয়া গিয়েছিল। কারণ এর আগে প্রথম দফার কাউন্সেলিংয়ে অনুপস্থিত ছিলেন ২৪ শতাংশের মতো প্রার্থী। এখন সেই পরিসংখ্যান দ্বিতীয় কাউন্সেলিং এ হয়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ এ। যাঁরা অনুপস্থিত ছিলেন, তাঁদের অনেকেই জানাচ্ছেন, দীর্ঘ দশ বছর অপেক্ষা করে অন্য কোনও চাকরিতে ইতিমধ্যেই যোগ দিয়েছেন। সেই চাকরি ছেড়ে আসা এখন সম্ভব নয়।

ওয়েটিং লিস্টের আপডেটেড ভ্যাকেন্সি তৈরিতে দেরি

এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ’-এর সভাপতি সুশান্ত ঘোষ বলেন, ‘‘এত সংখ্যক প্রার্থী অনুপস্থিত থাকছেন ও প্রত্যাখ্যান করছেন। তাই অবিলম্বে মেধা তালিকায় অন্তর্ভুক্ত অপেক্ষমাণ প্রার্থীদের তৃতীয় দফার কাউন্সেলিং করার আবেদন জানাচ্ছি। সেই সঙ্গে নির্দেশ মেনে মেধা তালিকায় থাকা ১৪০৫২ জন প্রার্থীরই কাউন্সেলিং করে তাঁদের চাকরি নিশ্চিত করতে হবে।’’ এদিকে কমিশন সূত্রে খবর, প্যানেলভুক্ত যে সমস্ত চাকরিপ্রার্থী ইতিমধ্যে সুপারিশপত্র গ্রহণ করেছেন, কিন্তু এখন‌ও পর্যন্ত চাকরিতে যোগ দেননি, তাঁদের সম্পূর্ণ তালিকা না-আসা পর্যন্ত ওয়েটিং লিস্টের আপডেটেড ভ্যাকেন্সি তৈরি করা সম্ভব নয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

যদি সুপারিশপত্র পাওয়ার পরে ৪২ দিনের মধ্যে চাকরিতে যোগদান না করা হয় তাহলে ধরে নেওয়া হবে, ওই পদটি শূন্য। তাই বছর শেষে হাতে থাকা তথ্যের উপর ভিত্তি করে দ্বিতীয় কাউন্সেলিং শুরু করল SSC। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত টানা চলবে কাউন্সেলিং। মাঝে শনি ও রবিবার এই দু’দিন বন্ধ থাকবে কাউন্সেলিং প্রক্রিয়া। পরে আবার SSC র তরফ থেকে আগামী ২৩ ডিসেম্বরে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া চলবে। ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group