বিদায় ক্রিকেট! গাব্বা টেস্ট শেষে অবসরের ঘোষণা অশ্বিনের

Published on:

ashwin

কৌশিক দত্ত, কলকাতাঃ ব্রিসবেনে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে চলা তৃতীয় টেস্ট ম্যাচ অমীমাংসিত রয়ে গেল। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ৮৯ রানে ৭ উইকেট খুইয়ে ইনিংসের ঘোষণা। করে। এরপর ভারত ব্যাট করতে নেমে মাত্র ৮ রানই করে আর বৃষ্টির কারণে গোটা পঞ্চম দিনের খেলা ভেস্তে যায়। যার জেরে গাবা টেস্ট ড্র হয়। আর এই টেস্ট ম্যাচ শেষ হতেই ভারতীয় কিংবদন্তি প্লেয়ার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) নিজের অবসরের কথা ঘোষণা করেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বলে দিই, গাব্বা টেস্টে প্রথম একাদশে সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিন। তবে, তিনি নিজের অবসরের ইঙ্গিত আগেই দিয়েছিলেন। আর এই টেস্ট চলাকালীনই ড্রেসিং রুম থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বিরাট কোহলি ও অশ্বিনকে দেখা গিয়েছে। ছবিতে কোহলিকে অশ্বিনকে আলিঙ্গন করতে এবং তাঁর চোখের জল মুছতে দেখা গিয়েছে।

অবসরের ঘোষণা অশ্বিনের

গাব্বা টেস্ট শেষে সাংবাদিক বৈঠকে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে যান অশ্বিনও। সেখানে তিনি বলেন, ‘আমার এখানে আসার কথা ছিল না, কিন্তু একটা কথা জানাতে এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ হল। আমি অবসর নিচ্ছি।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বলে দিই, পারথে প্রথম টেস্টে দলে সুযোগ পাননি অশ্বিন। অ্যাডিলেডে দিন রাতের টেস্টে তিনি দলে ছিলেন। তৃতীয় টেস্টে তাঁর জায়গায় রবীন্দ্র জাদেজা সুযোগ পান। অ্যাডিলেড টেস্টই অশ্বিনের জীবনের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে তিনি আইপিএলে খেলবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group