শ্বেতা মিত্র, কলকাতাঃ ২০২৪ সাল শেষ হতে চলেছে। এদিকে বছর শেষে অনেকেই আছেন যারা কোথাও না কোথাও ঘুরতে যেতে পছন্দ করেন। আপনিও যদি আগামী কয়েকদিনের মধ্যে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে আপনার জন্য একটি দুর্দান্ত খবর রয়েছে। আসলে, আইআরসিটিসি (Indian Railway Catering and Tourism Corporation) আপনার জন্য একটি দুর্দান্ত প্যাকেজ নিয়ে এসেছে। IRCTC এর সঙ্গে আপনিও ঘুরে আসতে পারবেন কেনিয়ার মতন সুন্দর একটা জায়গায়। বিশেষ করে আপনারা যদি ঘুরতে যাওয়ার বাজেট কম হয়ে থাকে তাহলে IRCTC-র আজকের এই প্যাকেজটি সম্পর্কে জেনে নিন ঝটপট ।
ঘুরে আসুন কেনিয়া
দীর্ঘদিন ধরে যারা কেনিয়া যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য একটি দারুণ সুযোগ এনেছে আইআরসিটিসি। যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা কেনিয়ার জঙ্গলে সাফারি করার ভাবনা-চিন্তা করে থাকবেন নিশ্চয়ই। এই প্যাকেজের আওতায় আপনি কেনিয়ায় সাফারি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। এটা তো সকলেই জানেন যে কেনিয়া পূর্ব আফ্রিকায় অবস্থিত একটি সুন্দর দেশ। এই দেশটি বিষুবরেখার কাছে অবস্থিত। এর পূর্ব দিকে রয়েছে সোমালিয়া, পশ্চিমে উগান্ডা, উত্তরে ইথিওপিয়া ও দক্ষিণ সুদান এবং দক্ষিণে তানজানিয়ার মতো জায়গা।
কেনিয়া তার বৈচিত্র্যময় সংস্কৃতি এবং খাবারের জন্য বিশ্বব্যাপী পরিচিত। প্রতি বছর সারা বিশ্ব থেকে বিপুল সংখ্যক মানুষ বন্যপ্রাণী এবং সাফারি উপভোগ করতে কেনিয়ায় আসে। এমন পরিস্থিতিতে, আপনিও যদি কেনিয়ায় সাফারি উপভোগ করতে চান তবে আপনার আইআরসিটিসির এই ট্যুর প্যাকেজটি মিস করা উচিত নয়।
IRCTC -র কেনিয়া প্যাকেজ ট্যুর
আইআরসিটিসির এই ট্যুর প্যাকেজের নাম KENYA SAFARI। এর প্যাকেজ কোড হচ্ছে EHO050। এই ট্যুর প্যাকেজের আওতায় আপনাকে মোট ৭ রাত ৮ দিন ট্যুরে নিয়ে যাওয়া হবে। আইআরসিটিসির কেনিয়া সাফারি ট্যুর প্যাকেজ কলকাতা থেকে শুরু হচ্ছে ১২ ফেব্রুয়ারি, ২০২৫। প্যাকেজের অধীনে, আপনাকে কেনিয়া সফরে নিয়ে যাওয়া হবে। এটি আইআরসিটিসির একটি ফ্লাইট ট্যুর প্যাকেজ। এতে আপনি বিমানে ভ্রমণের সুযোগ পাবেন আপনি। এছাড়াও এই প্যাকেজে আপনি আরও অনেক কিছুর সুবিধা পেয়ে যাবেন। থাকা-খাওয়া ঘুরতে যাওয়া নিয়ে আপনাকে কোনোরকম চিন্তা করতে হবে না। কারণ আইআরসিটিসি আপনার থাকা-খাওয়ার জন্য হোটেলের ব্যবস্থা করবে।
প্যাকেজের খরচ কত?
এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আসা যাক। আর সেটা হল গোটা প্যাকেজটি খরচ কত? আপনি যদি একা ভ্রমণ করেন তবে আপনার মাথাপিছু খরচ পড়বে ২,৩৬,৩০০ টাকা। এছাড়াও, আপনি যদি দু’জন মিলে ভ্রমণ করেন তবে আপনার মাথাপিছু খরচা হবে ২,২৯,২০০ টাকা। একই সঙ্গে তিনজনের মিলে ভ্রমণ করলে জনপ্রতি দিতে হবে ২ লাখ ২৫ হাজার ৬০০ টাকা।