মালিয়া, মোদী, চোকসিদের থেকে ২২০০০ কোটি টাকারও বেশি সম্পত্তি উদ্ধার ED-র

Published on:

ed n

শ্বেতা মিত্র, কলকাতাঃ সংসদে দাঁড়িয়ে এবার বড় দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আজ বুধবার লোকসভায় দাঁড়িয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, নীরব মোদী, বিজয় মালিয়া ও মেহুল চোকসির মতো পালিয়ে যাওয়া লোকদের কাছ থেকে ২২,২৮০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)।  হ্যাঁ ঠিকই শুনেছেন। যেমন মেহুল চোকসির ২,৫৬৫টি সম্পত্তি এবং এনএসইএল মামলায় ১৭টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

বড় দাবি অর্থমন্ত্রীর

WhatsApp Community Join Now

অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেন, ‘আমরা কাউকে ছাড় দেইনি, এমনকি যদি তারা দেশ ছেড়ে পালিয়ে যায়, আমরা তাদের পিছনে লেগে রয়েছি এবং কাউকে ছাড় দেওয়া হবে না।’ সংসদে দেওয়া অর্থমন্ত্রীর তরফে রিপোর্ট অনুযায়ী, পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার ১৪,১৩১ কোটি টাকা, নীরব মোদীর কাছ থেকে ১০৫২ কোটি টাকা, মেহুল চোকসি মামলায় ২,৫৬৫ কোটি এবং এনএসইএল মামলায় ১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

এদিন বিদেশে গচ্ছিত কালো টাকা নিয়ে এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘২০১৫ সালের কালো টাকা আইন আসলে অনেক করদাতার উপর প্রতিবন্ধক প্রভাব ফেলছে, যারা নিজেরাই বিদেশে তাদের সম্পত্তি প্রকাশ করছেন।’ তিনি বলেন, বৈদেশিক সম্পদ প্রকাশকারী করদাতার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২ সালে এই সংখ্যা ছিল ৬০,৪৬৭, যা ২০২৪-২৫ সালে বেড়ে হয়েছে দুই লাখে।

কাকে কত টাকা দেওয়া হয়েছে?

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কেন্দ্র এত টাকা নিয়ে কী করেছে? এই বিষয়ে নির্মলা সীতারমন জানিয়েছেন, ‘পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার কাছ থেকে উদ্ধার হওয়া ১৪,১৩১.৬ কোটি টাকার সম্পত্তি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ফেরত দিয়েছে ED, আর নীরব মোদী মামলায় উদ্ধার হওয়া ১,০৫২ কোটি টাকার সম্পত্তি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বেসরকারি ব্যাঙ্কে ফিরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ন্যাশনাল স্পট এক্সচেঞ্জ লিমিটেড (এনএসইএল) মামলায় উদ্ধার হওয়া সম্পত্তি জালিয়াতি বিনিয়োগকারীদের দেওয়া হয়েছে।’

সঙ্গে থাকুন ➥
X