আজই মাহেন্দ্রক্ষণ, DA নিয়ে বড় ঘোষণা করতে পারেন মমতা! এবার কতটা বাড়বে?

Published on:

dearness allowance mamata banerjee

শ্বেতা মিত্র, কলকাতাঃ বাংলায় DA বা মহার্ঘ্য ভাড়া (Dearness allowance) নিয়ে আলোচনার শেষ নেই। বাংলা সরকারি কর্মীদের কবে আরো কিছুটা ডিএ বাড়বে সেই অপেক্ষায় রয়েছেন সকলে। একদিকে যখন কেন্দ্রীয় সরকারী কর্মীরা ৫৩ শতাংশ হারে পাচ্ছেন, সেখানে বাংলার সরকারি কর্মীদের কপালে জুটেছে শুধুমাত্র ১৪% ডিএ। সেখানে বাংলা থেকে অন্যান্য রাজ্যের সরকারি কর্মীদের কপাল কিছুটা হলেও ভালো। অনেকেই আছেন যারা ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ অবধি মহার্ঘ্য ভাতা পাচ্ছেন, সেখানে বাংলা সরকারি কর্মীদের কপাল যেন একপ্রকার ফুটো। যে কারণে সরকারের দিকে এখন ওদের আগ্রহে সঙ্গে তাকিয়ে রয়েছেন বাংলার লক্ষ লক্ষ কর্মী। ২০২৫ সালে অর্থাৎ নতুন বছরে কি DA বাড়বে? সেই নিয়ে প্রশ্ন চলতে শুরু করেছেন অনেকেই।

বকেয়া DA নিয়ে কর্মসূচি

WhatsApp Community Join Now

দিয়ে ইসুতে ইতিমধ্যে রাজ্য সরকারের চাপ বাড়াতে বড়সড় সিদ্ধান্তে পথে হেটেছে সংগ্রামী যৌথ মঞ্চ। চলতি মাসেই নবান্নের একদম সামনে নতুন করে বিক্ষোভ আন্দোলন শুরু করবেন সরকারি কর্মীরা বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে যথেষ্ট সংগ্রামী মঞ্চের তরফে জানানো হয়েছে, আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু করে ২৪ ডিসেম্বর অর্থাৎ টানা নবান্ন বাসস্ট্যান্ডের কাছে অবস্থান বিক্ষোভ চলবে। তারপরেও কাজ না হলে ফের চলতি মাসের ২৭ ডিসেম্বর রাজপথে সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে মিছিল এসএন ব্যানার্জি ধরে যাবে শহীদ মিনার ময়দানে । সেখানেই ধরনা মঞ্চের কাছে হবে সমাবেশ।

এখানে অবশ্যই রাজ্য সরকারের তরফে কোনওরকম বড় সিদ্ধান্ত নেওয়া হয় কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে। প্রশ্ন উঠতে শুরু করেছে মহার্ঘভাতা নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীদের ভবিষ্যৎটা ঠিক কী? সরকার কি আদৌ আর কোনদিন মহার্ঘ্য ভাতা বাড়াবে না? বা যদি বাড়ায়ও কত শতাংশ অবধি বাড়াবে? সেই নিয়ে উঠছে প্রশ্ন।

বড়দিনে DA নিয়ে কিছু বলবেন মুখ্যমন্ত্রী?

এদিকে সামনেই রয়েছে বড়দিন আর বড়দিনের দিকে তাকিয়ে রয়েছেন সকলে। কারণ আজ থেকে ঠিক এক বছর আগে বড়দিনের তিনি পাক স্টিটের অ্যালেন পার্কের সমাবেশ থেকে মহার্ঘ্য ভাতা ইসুতে বড়সড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর ২১ ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। তাই তিনি বৃহস্পতিবার মহার্ঘ ভাতা নিয়ে তিনি কোনও ঘোষণা করবেন কিনা সেই আগ্রহ তৈরি হয়েছে রাজ্য সরকারি কর্মচারি মহলে। এখন দেখার আজ কোনো বড় ঘোষণা করেন কিনা মুখ্যমন্ত্রী।

সঙ্গে থাকুন ➥
X