পার্থ সারথি মান্না, কলকাতাঃ টেস্ট ম্যাচ খেলার জন্য বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজের মধ্যে তিনটি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তৃতীয় ম্যাচ ছিল ব্রিসবেনে, যেটা ড্র হয়েছে। এরপরেই আসে বড় খবর, অবসর ঘোষণা করেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এমন একটা ঘোষণা অপ্রত্যাশিত ছিল অনেকের কাছেই। তবে চমকের এখনো বাকি! কারণ জানা যাচ্ছে আরও ৫ ভারতীয় ক্রিকেটার নাকি অবসরের ঘোষণা করতে পারেন।
অবসর ঘোষণার পথে ৫ ক্রিকেটারের
সূত্রমতে, আগামী বছর জুন জুলাই মাস নাগাদ ইংল্যান্ড যেতে পারে টিম ইন্ডিয়া। সেখানে ৫ দিন ব্যাপী টেস্ট সিরিজ খেলা হতে পারে। তবে ৫ দিনের এই ইংল্যান্ডের সিরিজে বড়সড় বদল লক্ষ্য করা যেতে পারে ভারতীয় টিমে। কেন? কারণ অস্ট্রেলিয়াতে চলা বর্ডার গাভাস্কার ট্রফিই অনেক খেলোয়াড়ের শেষ খেলা হতে পারে বলে খবর মিলেছে। হ্যাঁ ঠিকই দেখছেন আরও একাধিক ক্রিকেটার অবসরের ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।
২০১২ সালের পুনরাবৃত্তি ভারতীয় ক্রিকেট টিমে
শেষবার ২০১২-১৩ সালে ভারতীয় ক্রিকেট টিমে এমন বড় বদল লক্ষ্য করা গিয়েছিল। সেই সময় সচিন তেন্ডুলকার থেকে রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণের মত খেলোয়াড়রা একের পর এক অবসর ঘোষণা করেছিলেন। বদলে দলে এন্ট্রি হয়েছিল বিরাট কোহলি, রোহিত শর্মা, আজিঙ্ক রাহানে থেকে রবীন্দ্র জাদেজার মত খেলোয়াড়দের।
অশ্বিনের পর অবসর ঘোষণার পথে কারা?
এখন অনেকের মনেই প্রশ্ন জগতে শুরু রয়েছে কারা নিজেদের ক্রিকেট কেরিয়ারে ইতি টানতে পারেন বর্ডার গাভাস্কার ট্রফিতে! এমন অনেকেই আছেন যারা টিম ইন্ডিয়ার থেকে দীর্ঘদিন ধরেই বাইরে আছেন, তাদের পুনরায় দলে ফেরা মুশকিল বলেই মনে করা হচ্ছে। এদের মধ্যে অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা ও ভুবনেশ্বর কুমারের মত নাম উঠে আসছে। এমনকি ক্যাপ্টেন রোহিত শর্মাও বেশ মুশকিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে এই মুহূর্তেই কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না, কোনো অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত।