Indiahood-nabobarsho

রাতে সহজ হতে পারে NJP থেকে কলকাতা সফর, বাড়তে পারে ট্রেন! চিঠি গেল রেল মন্ত্রীর কাছে

Published on:

siliguri mla writes to railway minister regarding njp to kolkata train service

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাঙালির পছন্দের ভ্রমণ ডেস্টিনেশনের নাম জিজ্ঞাসা করা হলে সবার আগে যে নামটা আসে সেটা হল দার্জিলিং অর্থাৎ উত্তরবঙ্গ। আপনি যদি দার্জিলিং কিংবা উত্তরবঙ্গের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেন তাহলে এনজেপি (New Jalpaiguri) স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এখনই দেখা দিয়েছে এক নতুন সমস্যা। কলকাতা থেকে যাতায়াতের ক্ষেত্রে NJP স্টেশন যাওয়ার ক্ষেত্রে বা ফেরার ক্ষেত্রে রাত হলেই মুশকিলে পড়তে হচ্ছে যাত্রীদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কলকাতা এনজেপি যাতায়াতে সমস্যায় যাত্রীরা

আসলে অনেকেই উত্তরবঙ্গের বিভিন্ন ডেস্টিনেশনে যাওয়ার জন্য এনজেপি পর্যন্ত টিকিট কেটেই ট্রেনে চড়েন ও এনজেপি থেকেই ফেরার ট্রেন ধরেন। এছাড়া বাস ও প্লেনও রয়েছে। কিন্তু মুশকিল হল রাত্রি বাড়লেই ট্রেনের সংখ্যা শূন্যের কাছে নেমে আসে। তাছাড়া সরকারি ও বেসরকারি বাস পরিবহণ ব্যবস্থা চালু থাকলেও ৮টা বেজে ৪০ বা ৯ টার পর থেকেই সেটাও বন্ধ। একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন বলা যেতে পারে। তাই এই সময় চাইলেও কলকাতার উদ্দেশ্যে ফিরতে পারেন না কেউ।

রেলমন্ত্রীকে চিঠি শিলিগুড়ির বিধায়কের

হ্যাঁ ঠিকই দেখছেন, কলকাতা বা হাওড়া থেকে এনজেপি যাওয়ার ক্ষেত্রে রাত্রি ৯টা বাজলেই ট্রেন প্রায় নেই বললেই চলে। একই অবস্থা সড়কপথে বা বাসের ক্ষেত্রেও। তাই এবার রাতের দিকে ট্রেন বাড়াতে কেন্দ্রীয় রেলমন্ত্রীর দ্বারস্থ হলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। অশ্বিনী বৈষ্ণবকে কলকাতা ও এনজেপির মাঝে রাত ৯-১০ টার পর ট্রেন যোগাযোগ উন্নত করার প্রসঙ্গে চিঠি লেখেন শঙ্কর ঘোষ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিধায়ক শঙ্কর ঘোষের মতে, রাত্রিবেলায় কলকাতা ও শিলিগুড়ির মধ্যেকার যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন হয়ে যায়। শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়া বাস, ট্রেন বা প্লেন কোনোটাই রাত্রি ৯টার পর থাকে না। তাই রাত্রি ১০ টার পর ট্রেন চালুর ব্যবস্থা করার জন্যই চিঠি লিখেছেন তিনি। এই বিষয়ে রাজু বিস্তা ও জয়ন্ত রায়ের সহযোগিতাও চেয়েছেন তিনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group