আর লাইসেন্স ছাড়া চালানো যাবে না টোটো! রেজিস্ট্রেশনেরও নীতি তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার

Published on:

toto drivers

প্রীতি পোদ্দার, কলকাতা: বাস আর অটো এখন সম্পূর্ণ অতীত। এখন রাস্তাঘাটে শুধুই চলছে টোটোর দাদাগিরি। বেলাগাম ভাবে চলছে তাদের রাজত্ব। রাস্তাঘাটে প্রতিদিনই বাড়ছে টোটোর দাপট। রাস্তায় চলাচলকারীদের গা ঘেঁষে রীতিমত চালানো হচ্ছে টোটো। এর ফলে একদিকে যেমন বাড়ছে যানজটের সমস্যা ঠিক তেমনই পাল্লা দিয়ে বাড়ছে ভয়ংকর দুর্ঘটনা। এই অবস্থায় টোটোকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা নিয়ে বড় সিদ্ধান্ত পরিবহন দফতরের।

টোটো পরিষেবা নিয়ে নয়া নির্দেশ

WhatsApp Community Join Now

ইতিমধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট জানিয়ে দিয়েছে, এখন থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত এক্সপ্রেসওয়েতে আর কোনো টোটো চলাচল করবে না। আর এবার টোটোর রেজিস্ট্রেশন নিয়ে বড় উদ্যোগ নেওয়া হল। রাজ্যে প্রায় ১০ লক্ষ মানুষের অন্যতম জীবিকা হয়ে দাঁড়িয়েছে টোটো। কিন্তু এদিকে রাস্তায় টোটো পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ উঠেই আসছে। তাই জীবিকা এবং সড়ক নিরাপত্তা বজায় রাখতে বড় নির্দেশ দিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সম্প্রতি ব্যারাকপুরের এক অনুষ্ঠানে গিয়ে টোটো সংক্রান্ত নীতি তৈরির কথা জানিয়েছেন তিনি।

স্বস্তিতে পথচারীরা

সেই অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, এবার থেকে টোটোর জন্য নির্দিষ্ট রুট, চালকদের প্রশিক্ষণ এবং যাত্রী সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলিও নীতির আওতায় আনা হবে। তবে এই নীতি প্রণয়নের আগে সমস্ত পুরসভা এবং পুলিশ- প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে যাতে নীতি প্রণয়নের একটি সুনির্দিষ্ট রাস্তা পাওয়া যাবে। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই ব্যবস্থা নিয়ে আলোচনা চলবে। যাতে আগামী দু-তিন মাসের মধ্যেই এই নীতি প্রণয়ন করা যায়। এর পাশাপাশি টোটোতে কিউআর কোড এবং নম্বরযুক্ত স্টিকার বসানোর কথাও জানানো হয়েছিল পরিবহন দফতর থেকে। তার প্রথম ধাপ হিসেবে ব্যাটারিচালিত গাড়ি টোটোর রেজিস্ট্রেশন এবং চালকেরও লাইসেন্স করানোর নির্দেশ দিল দফতর।

এছাড়াও অনেক সময় দেখা যায় যে কেউ টোটো চালায়। তাতে নাবালকরাও টোটো চালিয়ে থাকে। এরফলে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। তাই এবার থেকে ১৮ বছরের নিচে কাউকে টোটো চালানোর লাইসেন্স দেওয়া হবে না। এদিকে পরিবহন দফতরের এমন সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পেল রাস্তাঘাটের পথচারীরা। বিশেষজ্ঞদের মতে এর ফলে এক দিকে যেমন টোটো পরিষেবার রাশ টানবে তেমনই টোটোচালকদের আর কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না।

সঙ্গে থাকুন ➥
X