শ্বেতা মিত্র, কলকাতাঃ আর মাত্র কয়েকটা দিন, তারপরেই এসে যাবে নতুন বছর অর্থাৎ ২০২৫ সাল। আর নতুন বছর মানেই হল একাধিক নিয়মে বদল। এবারও সেটার ব্যতিক্রম ঘটবে না। বিশেষ করে নতুন বছর থেকে ব্যাংকিং পরিষেবায় বদল ঘটতে চলেছে। ফলে আপনারও যদি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আলে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংকগুলোর খোলার সময় পরিবর্তন হতে চলেছে। এখন ১ জানুয়ারি থেকে সব ব্যাংক একই সময়ে খুলবে এবং বন্ধ হবে। হ্যাঁ ঠিকই শুনেছেন।
ব্যাংকিং পরিষেবায় বড় বদল
সবচেয়ে বড় কথা হল, ব্যাঙ্ক খোলার সময় বদল গোটা দেশে নয়, ঘটছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে ব্যাঙ্কিং পরিষেবার উন্নতির জন্য, রাজ্য সরকার ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাজের সময়কে অভিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। গ্রাহকদের যাতে আরও বেশি করে সুবিধা প্রদান করা যায় এবং পরিষেবাকে আরও উন্নত ও সুবিন্যস্ত করা যায় সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছেন। মধ্যপ্রদেশ স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির (এসএলবিসি) বৈঠকে এই পরিবর্তন অনুমোদিত হয়েছে।
নতুন সময়ে খুলবে ব্যাঙ্কগুলি
সরকারি হোক বা বেসরকারি, সব ব্যাঙ্ক সকাল ১০:০০ টা নাগাদ খুলবে এবং বন্ধ হবে বিকাল ৪টের সময়ে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই সময় কার্যকর থাকবে।শনিবার অর্ধদিবস অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। এতে গ্রাহকরা ব্যাপক উপকৃত হবেন। নতুন সময়সীমার সঙ্গে সঙ্গে প্রশাসনিক প্রক্রিয়া সরল করা হবে এবং ব্যাঙ্কিং পরিষেবায় স্বচ্ছতা বাড়বে। বিশেষ করে গ্রামাঞ্চলে ব্যাংকিং সেবা চালু থাকায় ব্যাংক খোলার সময় পরিবর্তনের ফলে গ্রাহকদের সুবিধা হবে।
কর্মীদের একই কাজের সময়ের কারণে কাজের চাপ পরিচালনা আরও সহজ হবে। ব্যাংকিং সময়ের উন্নতি বাণিজ্য ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে। মধ্যপ্রদেশ স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির (এসএলবিসি) বৈঠকে এই পরিবর্তন অনুমোদিত হয়েছে। ব্যাঙ্কিং ক্ষেত্রের সংস্কার ও সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে মধ্যপ্রদেশ সরকার।