হাঁটতে হাঁটতেই ছন্দ, ক্রিস্টমাসের জন্য নতুন গান লিখলেন মমতা, তাঁর সুরেই শুরু হল উৎসব

Published on:

mamata banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে আর হাতে মাত্র কয়েকটা দিন। তারপরেই আগমন ঘটবে নতুন বছর ২০২৫ এর। কিন্তু তার আগে আরও একটি বড় সেলিব্রেশন অপেক্ষা করছে সকলের জন্য। আর সেটি হল বড়দিন। বরাবর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজনৈতিক জীবনের বাইরে অবসর সময় কাটাতে কখনও কবিতা, কখনও গান যেমন লেখেন। তেমনই কখনও আবার রং তুলির টানে এক সুন্দর চিত্রকলা ফুটিয়ে তোলেন। কাজের চাপে প্রতিভার পরিচর্যা কম করা মোটেই তিনি পছন্দ করেন না। প্রতিবার পুজোর সময় তাঁর লেখা গান রিলিজ করা হয়। তাতে সমাজ মাধ্যমে সাড়াও মেলে বেশ। তাই সামনেই যখন আসছে বড়দিন, তাই এই লোভটাও তিনি সামলাতে পারলেন না। লিখে বসলেন এক সুন্দর গান।

মুখ্যমন্ত্রীর লেখা গান গাইলেন শ্রীরাধা

WhatsApp Community Join Now

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে ‘কলকাতা ক্রিসমাস উৎসব’-এর উদ্বোধনী আসরে মহাসমারোহে মুখ্যমন্ত্রীর লেখা গানের আনুষ্ঠানিক প্রকাশ ঘটল। শ্রীরাধার কণ্ঠে শোনা গেল ‘শান্তির দীপ এসো ঘরে ভরি’ গানটি। এর আগেও এ বার পুজোতেও শ্রীরাধার কণ্ঠে মমতার গানকে বিশ্ববাংলা পুরস্কার দেওয়া হয়। সবাই এই গান শুনে বেশ প্রশংসাও করেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ আসলে সব উৎসবে গান লিখি। এ বার হাঁটতে হাঁটতে বড়দিনের গানও লিখে ফেললাম। ইন্দ্রনীলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, ও এত দিনের মধ্যে শ্রীরাধাকে দিয়ে গানটি রেকর্ড করিয়েছে।’

কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

মমতা বন্দ্যোপাধ্যায়ের গান প্রসঙ্গে মন্ত্রী ইন্দ্রনীল সেন এ দিন বলেন, “ মাত্র ৩৬ ঘণ্টা আগে মুখ্যমন্ত্রী গানটা বেঁধে মোবাইলে পাঠান। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় গানটি গেয়েছেন। একটু আগেও গানটার সুরের মেরামতি নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলছিলেন। তবে মনে হয় না আর মেরামতি লাগবে।’’ এরপর ইন্দ্রনীলের সঙ্গে ‘মঙ্গলদীপ জ্বেলে’, ‘বিশ্বপিতা তুমি হে প্রভু’— গান দু’টিতেও গলা মেলান মুখ্যমন্ত্রীও। এদিনের উৎসবে কলকাতার ছোট ছোট নানা সম্প্রদায় যেমন, চিনা, গোয়ান, অ্যাংলো ইন্ডিয়ান, বাঙালি খ্রিস্টানেরা খাবারের পসরা সাজিয়েছিলেন পার্ক স্ট্রিটের ফুটপাতে। হরেক রকম খাবারের স্বাদে মন ভরে গিয়েছিল সকলের। ভিড়ও জমেছিল অনেক।

এছাড়াও গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা ও পর্যটন শিল্প বাংলার কাছে তুলে ধরার জন্য দার্জিলিংয়ের টি মেলো উৎসব পার্ক স্ট্রিটের মঞ্চ থেকেই আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। শুধু তাই নয় দার্জিলিং, আলিপুরদুয়ার, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া-সহ ১৪টি জেলায় ১৪টি গির্জাও ওই মঞ্চ থেকে আলোয় সাজানোর কথা ঘোষণা করা হয়। পাশপাশি পার্ক স্ট্রিটে যান চলাচল ব্যবস্থা নিয়েও নানা ঘোষণা করেন। এবং তিনি জানিয়েছেন যে ২৪ ও ২৫ ডিসেম্বর ভিড়ের জন্য পার্ক স্ট্রিটে কোনো গান চলবে না।

সঙ্গে থাকুন ➥
X