পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাঙালি দর্শকদের প্রতিদিনের বিনোদন মানেই সিরিয়াল। আর সিরিয়ালের দৌলতে এমন অনেক তারকাদের পেয়েছে ইন্ডাস্ট্রি যারা টিভির পর্দা থেকে যাত্রা শুরু করলেও পরবর্তীকালে বড়পর্দায় টলিউড থেকে বলিউডেও কাজ করেছে ও প্রশংসিতও হয়েছে। এমনই একজন অভিনেত্রী হলেন তৃণা সাহা (Trina Saha)। ‘খড়কুটো’ ধারাবাহিকের পরেই ব্যাপক জনপ্রিয়তা বাড়ে তৃণার। বর্তমানে টলিউড থেকে বলিউড সর্বত্রই ছড়িয়েছে তাঁর খ্যাতি।
আজও দর্শকদের মাঝে সমান জনপ্রিয় ‘গুনগুন’ অভিনেত্রী তৃণা
খড়কুটো সিরিয়াল শেষ হওয়ার পর ‘বালিঝড়’ থেকে ‘লাভ বিয়ে আজকাল’ সিরিয়ালে কাজ করেছিলেন তৃণা। এমনকি ওয়েব সিরিজের দুনিয়াতেও পা রেখেছেন তিনি। ‘গভীর জলের ফিশ’ ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। আর সোশ্যাল মিডিয়াতেও তাঁর ফ্যান ফলোয়ারদের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে।
ষ্টারজ অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড পেলেন তৃণা সাহা
ইতিমধ্যেই ছোট বড় একাধিক অ্যাওয়ার্ড শোতে সম্মানিত হয়েছেন অভিনেত্রী। ২০২২ সালে পশ্চিমবঙ্গ টেলি একাডেমী অ্যাওয়ার্ড পেয়েছিলেন তৃণা সাহা খড়কুটো সিরিয়ালের জন্য। তবে এবার স্টারস অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডের মঞ্চে পুরস্কৃত হলেন অভিনেত্রী। ওয়েব সিরিজ ‘মিল্কশেক মার্ডারস’র জন্যই এই অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।
তৃণাকে অ্যাওয়ার্ড দিলেন সোনু সুদ
এদিন বলিউডের বিখ্যাত তারকা সোনু সুদ নিজের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দিয়েছেন তৃণার হাতে। এমন একটা বিশেষ মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অভিনেত্রী। বলার অপেক্ষা রাখে না মুহূর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। ছবি শেয়ার করে তৃণা ক্যাপশনে লিখেছেন, ‘ গত রাতে এটা ঘটেছে। মিল্কশেক মার্ডারসের জন্য অ্যাওয়ার্ড পাওয়া। আমার অনুপ্রেরণা সোনু সুদের থেকে পেয়ে অ্যাওয়ার্ডটি আরও স্পেশাল হয়ে গেল।
View this post on Instagram
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |