প্রীতি পোদ্দার, কলকাতা: বিনোদন জগতে দর্শকদের নানা এন্টারটেইনমেন্টের স্বাদ উপভোগ করাতে একের পর এক ধারাবাহিকের উত্থান হতে দেখা যায়। তবে বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে টিআরপি লিস্টে কোনো ধারাবাহিক যদি ভালো র্যাঙ্ক করতে না পারে তাহলে বাধ্য হয়েই সেটি বাতিল হয়ে যাচ্ছে। যতই সে নয়া ধারাবাহিক হোক না কেন। সম্প্রতি এমনও কিছু ধারাবাহিক দেখা গিয়েছে যেগুলি ৫-৬ মাস চলার পরেই বন্ধ করে দিতে হয়েছে। তাই প্রতিদিনের টিআরপি র্যাংক নিতে বেশ চাপেই থাকে প্রতিটি ধারাবাহিক।
টলিপাড়ায় এন্ট্রি নিতে চলেছে এই অভিনেত্রী
এদিকে শুরু থেকেই থেকেই নীল ভট্টাচার্য আর শ্যামৌপ্তি মুদলি অভিনীত ধারাবাহিক ‘অমর সঙ্গী’ নিয়ে বেশ দোলাচলে পড়তে হয়েছিল পরিচালককে। স্লট নিয়ে শুরু হয়েছিল এক ঝামেলা। প্রথমে এই ধারাবিককে দেওয়া হয়েছিল দুপুর আড়াইটে। পরে তা বদলে করে সাড়ে তিনটে করা হয়। তাতেও দর্শকদের আকর্ষণ করা যাচ্ছিল না। আপাতত বিকেল সাড়ে পাঁচটায় দেখা যাবে এই ধারাবাহিকটি। কিন্তু এই ধারাবাহিকেও এবার বড় টুইস্ট আসতে চলেছে। বহু বছর পর ফের টলিপাড়ায় এন্ট্রি নিতে চলেছে স্বনামধন্য এই নায়িকা।
প্রোমোতে নয়া টুইস্ট
সম্প্রতি ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে সব দূরত্ব মিটিয়ে অবশেষে রাজ আর শ্রীয়ের সম্পর্ক যখন ধীরে ধীরে ভালো হতে চলেছে ঠিক তখনই তাঁদের জীবনে আরও এক বিপদের ছায়া এসে পড়েছে। রাজের জীবনে প্রবেশ করল এক নতুন নারী। দেখা গিয়েছে রাজের সামনে গাড়ি থেকে হঠাৎই নামে এক নারী। আর তারপর বলে ওঠে, ‘রাজ ঘোষাল, চাকরি নেই কিন্তু স্বপ্ন অনেক। সময় আর টাকা হাতছাড়া করতে নেই রাজ।’ এরপরই সে নীলকে প্রস্তাব দেয়, তাঁর সঙ্গে আসার। হাতে তুলে দেয় গাড়ির চাবি। অন্যদিকে রাজের জন্য পার্কে অপেক্ষা করছে শ্রী। এবার দেখার পালা ফের এই দুজনের সম্পর্কে তৃতীয় ব্যক্তির জন্য আরও খারাপ হতে চলেছে কিনা। নেতিবাচক হিসেবেই সিনে এন্ট্রি হচ্ছে সৈরিতির।
আসলে এই নতুন নারী কিন্তু খুব নতুন নন, কারণ এর আগেও এই অভিনেত্রী অভিনয় করেছিল একাধিক ধারাবাহিকে। নাম তাঁর সৈরিতি বন্দ্যোপাধ্যায়। স্টার জলসার ‘ঠিক যেন লাভস্টোরি’ দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন নীল। আর সেই সিরিয়ালেই নায়িকা হিসেবে ছিলেন সৈরিতি। দুজনের জুটি সেইসময় বেশ জনপ্রিয় ছিল। তারপর পরিবারকে সময় দেওয়ার জন্য বিনোদন জগৎ থেকে খানিক দূরে ছিলেন। মাঝে অবশ্য দুজনকে দেখা গিয়েছিল বাংলা মিডিয়াম ধারাবাহিকে। সম্প্রতি হইচই’-এর সিরিজ ‘কালরাত্রি’তে ‘রাই’-এর চরিত্রে শেষ দেখেছে সৈরিতিকে। তাঁর অভিনয় জায়গা করে নিয়েছে দর্শক মনে।