ছুটির দিনেও দক্ষিণবঙ্গের ৫ জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published on:

south bengal weather

শ্বেতা মিত্র, কলকাতাঃ এখন বর্ষাকাল না শীতকাল কেউ কার্যত ধরতে পারছে না। শুক্রবার রাত থেকেই আবহাওয়া বদলাতে শুরু করেছিল বাংলার। রাত থেকেই শুরু হয়ে যায় বৃষ্টি, যা চলে শনিবার বিকেল অবধি। ঠান্ডাটাও এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে, ফলে বড়দিনের আগে বেজায় মন খারাপ কলকাতা শহরবাসী থেকে শুরু করে বাংলার অন্যান্য জেলার মানুষের। আজ রবিবার সকাল থেকেও বাংলার আকাশ কালো মেঘের ঘনঘটা। যদিও এই আবহাওয়া কেটে গিয়ে বাংলায় শীতের আগমন ঘটবে বলে সাফ সাফ জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে আজ ছুটির দিনে ছিটেফোঁটা বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

WhatsApp Community Join Now

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, এদিন  ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার সকালে কলকাতা, হাওড়া, হুগলি সহ সমগ্র দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ১০০ মিটারের নীচে। এরই পাশে আজ থেকে কুয়াশা ও শীতল উত্তরে বাতাসের মিলনে বেশ ঠান্ডা অনুভব হবে। ফলে এখনই গরম জামা আলমারিতে তুলে রাখবেন না, নইলে আপনারই বিপদ হবে বৈকি। এদিন কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন পারদ ১৫ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। এছাড়াও এদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিন দার্জিলিং, কালিম্পঙ জেলায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বাকি কিছু জেলা যেমন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া

সোমবার উত্তরবঙ্গের সব জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদারে আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টিও হবে না উত্তরবঙ্গের জেলায়। এছাড়াও সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের সব জেলার সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাবে।

সঙ্গে থাকুন ➥
X