Indiahood-nabobarsho

মুর্শিদাবাদে উদ্ধার অজস্র আধার কার্ড, পোস্ট অফিসের অদূরেই হাড়হিম করা কাণ্ড

Published on:

farakka

প্রীতি পোদ্দার, ফরাক্কা: রাজ্যে একের পর এক নানা দুর্ণীতিমূলক ঘটনা ঘটেই চলেছে। পুলিশের নজর এড়িয়ে চলছে একাধিক ভয়ংকর কাজ। এক মাস ধরে রাজ্যে পুলিশ তদন্ত করে একাধিক জাল পাসপোর্টের হদিস পেয়েছে। একের পর এক অনেক দুর্নীতি চক্রকে পাকড়াও করছে পুলিশ। এই কাণ্ডে সরাসরি যুক্ত হতে দেখা গিয়েছে পোস্ট অফিসকে।তবে এবার জাল পাসপোর্ট নয়, উঠে এল একাধিক নতুন আধার কার্ড। তাও আবার গঙ্গার পাড়ে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

গত শুক্রবার সকালে ফরাক্কার জাফরগঞ্জে আঁছুয়া প্রাথমিক বিদ্যালয়ের অদূরে গঙ্গার ধারে প্রচুর আধার কার্ড পড়ে ছিল। স্থানীয়দের ধারণা ছিল যে কার্ডগুলি বাতিল বলে সরকারি কোনও দপ্তর সেগুলো ফেলে দিয়েছে। কিন্তু পরে দেখা যায় সেগুলি আসল। আধারের স্তূপে পড়ে রয়েছে এলাকার বাসিন্দাদের নতুন আধার কার্ড। আর এই গণ্ডগোলে অভিযোগের তীর যায় জাফরগঞ্জ পোস্ট অফিসের দিকে।

উদ্ধার অজস্র আধার কার্ড

কারণ সেই স্থান থেকে কিছুটা দূরে রয়েছে জাফরগঞ্জ পোস্ট অফিস। অনুমান করা হচ্ছে, পোস্ট অফিস কর্তৃপক্ষই ওই আধার কার্ডগুলো গঙ্গার ধারে ফেলে গিয়েছে। যদিও সেই কথা অস্বীকার করে জাফরগঞ্জ পোস্ট অফিসের পোস্টমাস্টার বিজন অধিকারী। আর সেই ঘটনার পর ফের গতকাল অর্থাৎ শনিবার একাধিক আধার কার্ড উদ্ধার করা হল মুর্শিদাবাদের ফরাক্কার জাফরগঞ্জে গঙ্গার ধার থেকে। পরপর দুইদিন এমন কাণ্ড ঘটায় সন্দেহের মাত্রা আরও বাড়ছে এলাকায়। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়া আধার কার্ডগুলি। কে, কারা এগুলি ফেলে গিয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। STF সূত্রের দাবি, ফেলে রাখা আধার কার্ডের সঙ্গে জঙ্গিযোগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনিতেই সম্প্রতি বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মহম্মদ আব্বাস ও মিনারুল শেখের বিরুদ্ধে। ধৃতদের কাছ থেকে ৪টি মোবাইল এবং একটি পেনড্রাইভ বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাঁদের সঙ্গেই এই আধার যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group