পার্থ সারথি মান্না, কলকাতাঃ রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীরা একটা ভালো চাকরির আশায় বসে রয়েছে। তবে এবার তাদের জন্য সুখবর পাওয়া গেল। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা DG EME দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কারা আবেদন করতে পারবেন এই শূন্যপদের জন্য? কি যোগ্যতা লাগবে? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
DG EME দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি | DG EME Department Recruitment |
ডিরেক্টরেট জেনারেল অফ ইলেকট্রনিক্স এন্ড মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার্সের দফতরে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা।
শূন্যপদের বিবরণ
নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদের সংখ্যা ৬২৫টি। যার মধ্যে লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফ, ফায়ার ম্যান, টেলিকম মেকানিক্স, ভেহিকল মেকানিক, স্টেনোগ্রাফার, ড্রাফটস ম্যান, ফিটার, ওয়েল্ডার, স্টোরকিপার ইত্যাদি পদে লোক নেওয়া হবে। বিস্তারিত শূন্যদের বিবরণের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন হবে। কিছুক্ষেত্রে নূন্যতম মাধ্যমিক ও কিছুক্ষেত্রে উচ্চমাধ্যমিক, আর কিছুক্ষেত্রে আইটিআই পাশ হতে হবে। এছাড়া স্টেনোগ্রাফর ও লোয়ার ডিভিশনাল ক্লার্কের জন্য কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক।
পদ অনুযায়ী বয়সসীমা বদলাবে। কিছুক্ষেত্রে নূন্যতম বয়স ১৮ ও সর্বোচ্চ বয়স ২৫ বছর হতে হবে। আবার কিছু পদের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ৩০ বছরে। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে।
বেতন
পদের ভিত্তিতে বেতনের পরিমাণ ভিন্ন হবে। তবে সপ্তম পে কমিশনের নিয়ম অনুযায়ী পে ব্যান্ড ১ থেকে পে ব্যান্ড ৪ পর্যন্ত হবে।
আবেদনের পদ্ধতি
এক্ষেত্রে অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি সথে থাকা আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে। এরপর সেটা পূরণ করে পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
নিয়োগের পদ্ধতি
প্রথমে আবেদনকারীদের লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট হবে। এগুলি পাশ করলে ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল চেক হওয়ার পর জয়েনিং হবে। তবে কিছুক্ষেত্রে ফিজিকাল টেস্টও দিতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি : বিজ্ঞপ্তির লিঙ্ক
আবেদনের শেষ তারিখ : এখনও আবেদন শুরু হয়নি, আবেদন শুরু হলে শেষ তারিখ জানানো হবে