শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার ভোগান্তির শিকার হতে চলেছেন মেট্রো (Kolkata Metro) যাত্রীরা। আসলে আবারো একবার কলকাতা মেট্রোর তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার দরুণ মাথায় হাত পড়েছে সকলের। মাঝে আর মাত্র একটা দিন, ব্যস তারপরেই মেট্রোর নিয়মে নতুন করে পরিবর্তন আসতে চলেছে। আসলে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে কমতে চলেছে মেট্রোর সংখ্যা। হ্যাঁ ঠিকই শুনেছেন। সকাল থেকেই কমতে থাকবে এই মেট্রোর সংখ্যা। এর ফলে পাতালপথে যে যাত্রীদের চরম হয়রানি বাড়বে তা বলাই বাহুল্য।
কমছে মেট্রো সংখ্যা
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, আর ৭ মিনিট নয়, বরং ১৪ মিনিট অন্তর চলবে মেট্রো। আর এটা হবে সকালেই অর্থাৎ যখন বেশিরভাগ মানুষের স্কুল, কলেজ, অফিস থাকবে। শুধু তাই নয়, মেট্রোর সংখ্যা এক ধাক্কায় ৪০টি কমে যাবে বলে খবর। কলকাতা মেট্রোর এহেন সিদ্ধান্তে একদিকে যখন সাধারণ মানুষের ক্ষোভের শেষ নেই অন্যদিকে ঠিক সেভাবে মেট্রো রেলের বহু কর্মীও এহেন সিদ্ধান্তের বিরোধীতা করেছেন।
তুঘলকি আচরণের অভিযোগ
সাধারণ মানুষ তো আছেই, এর পাশাপাশি কর্মীরাও মেট্রো রেলের এহেন সিদ্ধান্তকে তুঘলকি আচরণের সঙ্গে তুলনা করেছেন। এমনিতে বিগত বেশ কিছু সময় ধরে মেট্রো রেল কর্মীর অভাবে ধুঁকছে তার মধ্যে যদি এরকম ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত বদল করা হয় তাহলে তো আগামী দিনে আরো সমস্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে তরফে।
জানা গিয়েছে, মেট্রোর তরফে সাত মিনিটের ব্যবধানে দিনভর মেট্রো চালানোর কথা বলা হলেও সময়সূচিতে দেখা যাচ্ছে, সকাল এবং রাতের দিকে ৮, ১০, ১১ এমনকি ১৪ মিনিটের ব্যবধানেও বেশ কিছু মেট্রো আপ ডাউন থেকে চলবে। আর এভাবেই সময়ে অদল-বদল করে আপ এবং ডাউন লাইনে ৪০ ট্রিপ মেট্রো কম চালাবে কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে খবর, এতদিন সোম থেকে শুক্র এতদিন আপ-ডাউন মিলিয়ে রোজ ২৮৮ ট্রিপ করে মেট্রো চলত। কিন্তু আগামীকাল থেকে তা কমে ২৪৮টি হয়ে যাচ্ছে।
দক্ষিণেশ্বর থেকে ছুটবে মেট্রো
দমদম ও নোয়াপাড়া স্টেশন থেকে কলকাতা মেট্রোর প্রথম মেট্রো রেল ছিল ব্লু লাইন। এবার পরীক্ষামূলকভাবে তা বদলের চেষ্টা করল কলকাতা মেট্রো। আগামী সোমবার থেকে দমদমের পরিবর্তে দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো পরিষেবা চালু হবে। বস্তুত, দমদম থেকে যে মেট্রো পরিষেবা শুরু বা শেষ হচ্ছে, তা এখন দক্ষিণেশ্বর থেকেই শুরু বা শেষ হবে। ওই দিন থেকে পরীক্ষামূলকভাবে ব্লু লাইনে পরিষেবা বদলানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে যে এই পদক্ষেপের ফলে মেট্রো যাত্রীরা উপকৃত হবেন।