দুর্ঘটনা হলেও পাল্টি খাবে না ট্রেন, গৌড় এক্সপ্রেসে LHB কোচ দিচ্ছে পূর্ব রেল

Published on:

gour express

শ্বেতা মিত্র, কলকাতাঃ ডিসেম্বর মাসে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। এখান অনেকেই আছেন যারা ঘুরতে যাওয়ার জন্য দু’পা বাড়িয়ে রয়েছেন। কেউ যাচ্ছেন সমুদ্রে কেউ যাচ্ছেন পাহাড়ে। এদিকে শীতের সময়ে এমন বহু বাঙালি রয়েছেন যারা কিনা পাহাড় বলতে অজ্ঞান। যারা পাহাড় প্রেমী তাদের কাছে শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা কিই বা সময়, বছরে যে কোনও সময় তাঁরা ঘুরতে চলে যান। আপনিও কি আগামী কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল একদম দুর্দান্ত সুখবর। আসলে আপনার জন্য সুখবর রয়েছে রেলের কাছে। উত্তরবঙ্গগামী গৌড় এক্সপ্রেসের ট্রেনের কোচ LHB করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। হ্যাঁ ঠিকই শুনেছেন।

উত্তরবঙ্গগামী ট্রেনে বিরাট বদল

WhatsApp Community Join Now

বর্তমান সময়ে উত্তরবঙ্গের জন্য বহু ট্রেন চলাচল করছে। সে শিয়ালদহ কিংবা হাওড়া বহু ট্রেনের ওপর ভর করে প্রতিদিন উত্তরবঙ্গে ঘুরতে যাবার প্ল্যান করছেন সাধারণ মানুষ। যাই হোক বর্তমানে উত্তরবঙ্গগামী ট্রেনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গৌড় এক্সপ্রেস। এবার এই গৌড় এক্সপ্রেসের কোচ বদলাতে উদ্যোগী হল রেল। বিগত চার দশক পর গৌড় এক্সপ্রেসে কোচ বদলাতে উদ্যোগী হয়েছে পূর্ব রেল। শুক্রবার ট্রেনের LHB কোচের ব্যাপারে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হ্যাঁ এই ট্রেন পেতে চলেছে এলএইচবি কোচ।

গৌড় এক্সপ্রেসে এবার LHB কোচ

রেলে তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার পুরনো আইসিএফ কোচ বদলে আধুনিক LHB কোচে উন্নীত করা হবে গৌড় এক্সপ্রেসকে। আগামী ২৮ ডিসেম্বর শিয়ালদহ এবং ২৯ ডিসেম্বর মালদা টাউন স্টেশন থেকে গৌড় এক্সপ্রেসের এলএইচবি কোচের যাত্রা শুরু হচ্ছে বলে জানানো হয়েছে। এই LHB কোচের জন্য দুর্ঘটনার পরবর্তী ক্ষতি অনেকটাই রোধ করা যাবে বলে দাবি করেছে রেল।

এই বিষয়ে পূর্ব রেলের মালদা ডিভিশনের DRM মনিশ কুমার গুপ্ত জানিয়েছেন, ‘LHB কোচ থাকলে ট্রেন লাইনচ্যুত হলেও উল্টে পাল্টি খাবে না। তাতে দুর্ঘটনায় ক্ষতি অনেকটাই কম হবে। এতে করে যাত্রী পরিষেবার মান উন্নত হবে আগামী দিনে।’

সঙ্গে থাকুন ➥
X