কৌশিক দত্ত, কলকাতাঃ আগামী বছর মানে ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আয়োজন হতে চলেছে। তবে এই টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। কারণ ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না। দীর্ঘদিন ধরে এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে নানান সমস্যার সৃষ্টি হয়েছিল, তবে এবার জট খুলেছে। আর এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির শিডিউল নিয়ে আপডেট মিলেছে। জানা যাচ্ছে যে, এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে হবে।
শিডিউল অনুযায়ী, পাকিস্তানের তিনটি শহরে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলির আয়োজন করা হবে। করাচি, লাহোর ও রাওয়ালপিণ্ডির মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন হবে। এছাড়া ভারত অন্য দেশে খেলবে। তবে সেটি কোথায় হবে আর কবে, তা এখনও স্পষ্ট হয়নি।
এই দিন হবে ভারত-পাকিস্তান ম্যাচ | ICC Champions Trophy Schedule |
রেভ স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া তিনটি গ্রুপ ম্যাচ খেলবে। ভারতের গ্রুপে পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ গ্রুপ ম্যাচ ২ মার্চ অনুষ্ঠিত হবে। ২৩ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা হতে পারে। প্রথম সেমিফাইনাল ৪ মার্চ ও দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ অনুষ্ঠিত হতে পারে। ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে। বলে দিই, আইসিসি এখনও অবধি অফিসিয়াল ঘোষণা করেনি।
THE TENTATIVE SCHEDULE FOR CHAMPIONS TROPHY 2025. [RevSportz] pic.twitter.com/U3j4iqjSSa
— Johns. (@CricCrazyJohns) December 21, 2024
ভারত, পাকিস্তান, PCB, BCCI ও ICC-র মধ্যে দীর্ঘ বৈঠকের পর অবশেষে হাইব্রিড মডেলে হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রথমে রাজি না থাকলেও, পরে তিন শর্তে এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করার জন্য রাজি হয়েছে। PCB-র শর্ত অনুযায়ী, আগামী দিনে ভারতে কোনও ICC টুর্নামেন্ট আয়োজন হলে পাকিস্তান ভারতে খেলতে যাবে না। PCB ২০২৭ পর্যন্ত ভারতে আয়োজিত আইসিসি টুর্নামেন্টগুলি হাইব্রিড মডেলে অন্য দেশে খেলবে।