প্রীতি পোদ্দার, কলকাতা: অগ্রহায়ণ পেরিয়ে পৌষ পড়ে গেলেও কনকনে ঠান্ডার নাম ও নিশান নেই। নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শীতের দাপট একদমই নেই ৷ নামমাত্র হালকা শীতেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। বর্তমানে এখন বঙ্গে শীতের চিত্র অনেকটা বর্ষাকালের মতো। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজকের পর আকাশ পরিষ্কার হলেও রাজ্যের একাংশে এখনই দাপট দেখাবে না শীত ৷
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এবং উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে গত দুইদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল। যার ফলে শুক্রবার রাত থেকে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে বৃষ্টি শুরু হয়, যা শনিবারও বিকেল অবধি চলেছিল। তবে সেই প্রভাব থেকে নিস্তার পাওয়া গিয়েছে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। চারিদিকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা দিয়েছে। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে আগামীকালের আবহাওয়া কেমন থাকবে তা সম্পূর্ণ জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা নিয়ে ওঠানামা চলতেই থাকবে। প্রথমে দুই থেকে তিন ডিগ্রি পারদ নামতে পারে, কিন্তু তার পরে আবার দু’দিনে তাপমাত্রা বাড়তে চলেছে। এমনকি বড়দিনেও জাঁকিয়ে শীতের আশা করা যাচ্ছে না বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামীকাল অর্থাৎ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দার্জিলিং এবং কালিম্পং এর উঁচু জেলায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু বড়দিনে পাহাড়ে তুষারপাত হবে না।