Indiahood-nabobarsho

বাংলা আবাস যোজনায় এখনও পাননি বাড়ি? জানুন কীভাবে করবেন নতুন আবেদন

Published on:

bangla awas yojana

শ্বেতা মিত্র, কলকাতাঃ নিজের বাড়ি। এই শব্দ দুটো বাস্তবায়ন করার জন্য বহু মানুষ দিন রাত এক করে পরিশ্রম করেন। তবুও সবার পক্ষে নিজের বাড়ি, মাথার ওপর নিজস্ব ছাদ তৈরি করা সম্ভব হয় না। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা আর্থিকভাবে স্বচ্ছল নন। স্বপ্ন তো আর পকেটের ওজন দেখে আসে না! কেন্দ্র সরকরের তরফে অনেক আগে শুরু করা হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana)। পশ্চিমবঙ্গে আপাতত কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প চালানো হচ্ছে না। বদলে গরিব বা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদেতে জন্য বাংলার সরকার নিয়ে এসেছে নিজস্ব আবাস যোজনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে শুরু করেছেন ‘বাংলার বাড়ি’ নামের এই প্রকল্প।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

‘বাংলার বাড়ি’ প্রকল্প

এই প্রকল্পের মাধ্যমে যোগ্য ব্যক্তিরা নিজের ঘর নির্মাণের সময় রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন। এই উদ্যোগ একেবারেই নতুন। তাই সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে, যেমন কারা আবেদন করতে পারবেন, সরকারের তরফে বাড়ি তৈরি করার জন্য কতটা দেওয়া হবে, আবেদন করার প্রক্রিয়া কী ইত্যাদি।

এই প্রকল্প সবার জন্য নয়। রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু শর্ত দেওয়া হয়েছে, শর্ত পূরণ করলে তবেই মঞ্জুর হবে আবেদন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী কী শর্ত দেওয়া হয়েছে?

  • ভারতীয় নাগরিক হওয়া আবশ্যিক।
  •  পরিবারের কারো সরকারী চাকরি থাকলে আবেদন করা যাবে না।
  •  বার্ষিক আয় হতে হবে ১ লক্ষ টাকার কম।
  •  বয়স অন্তত ১৮ হতেই হবে।
  •  যাদের নিজের বাড়ি নেই কিংবা বিপিএল, তারা আবেদন করতে পারবেন।

আবেদন কীভাবে করবেন?

আবেদন করার দু’টো উপায়, অনলাইন ও অফলাইন। যারা ইন্টারনেট ব্যবহার করতে পারেন Bangla Awas Yojna Online Application লিখে আবেদন প্রক্রিয়া শুরু করার উপায় পেয়ে যাবেন। আর যারা অনলাইন ব্যবহারে স্বছন্দ নন তাদের যেতে হবে নিজের নিজের এলাকার বিডিও অফিসে। সেখান থেকে বাংলার আবাস যোজনার ফর্ম চেয়ে নিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য অবশ্যই আধার, প্যান, ভোটার সহ সমস্ত জরুরি কাগজ দরকার পড়বে। এছাড়া বর্তমান বাড়ির রঙিন ছবি, ব্যাংকের পাস বই, জমির যেরকম কপির মতো জরুরি অনেক কাগজ দরকার পড়তে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group