প্রীতি পোদ্দার, রাইপুর: পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সকল সাধারণ মানুষের সুবিধার্থে একের পর এক নানা প্রকল্পের সূচনা করেছেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী সহ একাধিক প্রকল্প। যার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার। প্রতিমাসে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা ১০০০ টাকা করে পায়, এবং তপশিলি উপজাতিরা পায় ১২০০ টাকা। এই প্রকল্প এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে সমস্ত রাজ্য এই প্রকল্পকে অনুকরণ করে একাধিক প্রকল্প চালু করছে। যার মধ্যে অন্যতম হল ছত্তিশগড়ের ‘মাহতারি বন্দনা যোজনা’ (mahtari vandana yojana chhattisgarh)।
প্রকল্পের সুবিধা পাচ্ছেন সানি লিওন!
জানা গিয়েছে সেখানকার বিজেপি সরকারও ছত্তিশগড়ের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডারের মতই ‘মাহতারি বন্দনা যোজনা’ চালু করেছে। এই প্রকল্পে রাজ্যের বিবাহিত মহিলাদের জন্য প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়। কিন্তু এই প্রকল্প নিয়ে সম্প্রতি হুলুস্থুল কাণ্ড ঘটে যায়। বস্তার অঞ্চলের তালুর গ্রামে উপভোক্তাদের নাম মেলাতে গিয়ে সরকারি কর্মীদের চোখ কপালে ওঠে। দেখা যায় বহু নামের ভিড়ে এই প্রকল্পের উপভোক্তার মধ্যে নাম লুকিয়ে রয়েছে সানি লিওন এর। সঙ্গে সঙ্গে প্রশাসনের উপরমহলে বিষয়টি জানানো হয়। জেলাশাসক ছত্তীসগঢ়ের নারী এবং শিশু উন্নয়ন দফতরকে বিষয়টি সবিস্তারে খতিয়ে দেখার আর্জি জানান। উঠে আসে আসল তথ্য।
উঠে এসেছে বিস্ফোরক তথ্য
তদন্ত সূত্রের খবর, বীরেন্দ্র নিজের স্ত্রীর নাম সানি লিওন দিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিলেন। তাঁর নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনা সামনে আসার পর ওই অ্যাকাউন্টে আর সরকারি প্রকল্পের কোনও টাকা পাঠানো হচ্ছে না। তবে, এখনও নাকি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। শাস্তির মুখে পড়তে পারেন নাম যাচাই করার দায়িত্বে থাকা সরকারি কর্মীরাও। এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস। ছত্তিশগড়ের কংগ্রেস সভাপতি দীপক বৈজ এই বিষয়ে জানান, ‘মাহতারি বন্দনা যোজনা-র আওতায় থাকা ৫০ শতাংশ উপভোক্তাই ভুয়ো।’ পাল্টা সরব হয়েছেন ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রীও।
তবে বিরোধী দলের অভিযোগ সম্পূর্ণ নাকচ করে বিজেপি নেতা অরুণ সাও পাল্টা বলেন, ‘কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন মহিলাদের কোনো সুবিধা প্রদান করেননি। শুধু তাই নয়, মাসিক অর্থ দিতে পারেনি তাঁরা। এখন যেই বিজেপি মহিলাদের হাতে অর্থ তুলে দিচ্ছেন সেটি এখন সহ্য করতে পারছে না কংগ্রেস।’