কৌশিক দত্ত, কলকাতাঃ রোহিত শর্মার (Rohit Sharma) জন্য আজকাল সময় ভালো না। একদিকে ব্যাট দিয়েও রান আসছে না, অন্যদিকে অধিনায়কত্বেও সেই ধার আর নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে অসহায় দেখা গিয়েছে রোহিত শর্মাকে। অজিদের বিরুদ্ধে খেলা ২ ম্যাচের তিন ইনিংসে এখনও অবধি মাত্র ১৯ রানই করতে পেরেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ম্যাচে যেমন অজি বোলারদের সামনে বারবার ব্যর্থ হচ্ছেন রোহিত, তেমনই অনুশীলনেও আনকোরা বোলারের সামনেও তাঁকে অসহায় দেখা যাচ্ছে।
রোহিত শর্মার ভিডিও ভাইরাল
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রোহিত শর্মাকে টিম ইন্ডিয়ার পার্ট টাইম বোলার দেবদূত পাদিক্কালে বল খেলতেও সংঘর্ষ করতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে রোহিত শর্মাকে নেট প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে। সেই সময় দেবদূত পাদিক্কাল হিটম্যানকে বল করছে। আর একটি বল এমন করেন তিনি, যেটা রোহিত শর্মার কাছে ধাঁধার মতো হয়ে দাঁড়ায়। এরপর সেই বল প্যাডে গিয়ে লাগে। এটা ম্যাচ চলাকালীন হলে রোহিত শর্মা সেই বলে আউট হয়ে যেতেন। রোহিত শর্মার এই ভিডিও ভারতীয় ক্রিকেট ভক্তদের উদ্বিগ্ন করে তুলেছে।
Rohit sharma is now getting out to Devdut Padikkal in nets. 😹pic.twitter.com/BQ3R0ln8ju
— *Roe Joot 😎🇮🇳* (Retired ICT Fan) (@ImGani22) December 22, 2024
বলে দিই, দীর্ঘদিন ধরেই রোহিত শর্মা অফ ফর্মে রয়েছেন। টেস্ট ক্রিকেটের কথা বলতে গেলে, ২০২৪ সালের মার্চে শেষ সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ১০৩ করেছিলেন তিনি। এরপর থেকে তাঁর ব্যাট থেকে আর বড় তেমন রান দেখা যায়নি টেস্ট ক্রিকেটে।
ওদিকে রোহিত শর্মা নিজেই খারাপ ফর্মের নিজের ব্যাটিং অর্ডার চেঞ্জ করেছেন। ওপেনে নামা রোহিত শর্মা বর্তমানে ৬ নম্বরে ব্যাটিং করতে নামছেন। যদিও সেখানেও তাঁর ব্যাট থেকে রান আসছে না। আর এমন পরিস্থিতির মধ্যে আনকোরা বোলার বল খেলতে না পারায় সমালোচিত হচ্ছেন তিনি।