পার্থ সারথি মান্না, কলকাতাঃ শহরের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য প্রতিনিয়ত কাজ চলছে। কলকাতায় একাধিক মেট্রো লাইনের কাজ এগোচ্ছে দ্রুত গতিতে। তবে এরই মাঝে এক দারুণ আশার খবর শোনা গেল হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে। চালু হতে পারে হাওড়া থেকে হুগলি জেলার বান্ডেল পর্যন্ত মেট্রো। হ্যাঁ ঠিকই দেখছেন! সত্যিই কি এটা হচ্ছে? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
মেট্রো চেপেই বান্ডেল টু হাওড়া
আজ অর্থাৎ সোমবার জেলাশাসক মুক্তা আর্যর সাথে এলাকার উন্নয়ন সম্পর্কিত বিষয়ে একটি বৈঠক করেন রচনা। সেখানেই ওঠে মেট্রো প্রসঙ্গ। তখন রচনা ব্যানার্জী জানান, ‘মেট্রোটা যদি চুচুড়া বা বান্ডেল পর্যন্ত আনতে পারি, তাহলে মানুষের ভীষণ উপকার হয়। ইতিমধ্যেই সেটা নিয়ে চিঠিপত্র চলছে। এটা একটা বড় ব্যাপার, তাই কেন্দ্রের সাহায্য ছাড়া সম্ভব নয়। সেটা নিয়ে আওয়ার তোলা শুরু হয়েছে। এই বিষয়ে জেলাশাসকের সাথেও কথা হয়েছে। ডিএম এর মতে, যদি বাস্তবায়িত করা যায় তাহলে বহু মানুষ উপকৃত হবেন’।
চিঠি গিয়েছে রেলমন্ত্রীর কাছে
এদিন রেল মন্ত্রীকে এই বিষয়ে চিঠিও লিখেছেন বলে জানান রচনা। তাঁর মতে, ‘রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আমি ইতিমধ্যেই চিঠি দিয়েছি। উনি উত্তরও দিযেছেন। এমনকি সবচেয়ে বড় কথা উনি কিভাবে এগোনো যায় সেটা দেখছেন’।
হাওড়া-শ্রীরামপুর হয়ে হবে ব্যান্ডেল পর্যন্ত মেট্রো?
মেট্রো তৈরী করতে হলে জমি অধিগ্রহণ করার বিষয়টাও দেখতে হবে বলে জানান সাংসদ রচনা। কিভাবে সেটা নিয়ে আগামী দিনে এগোনো হবে তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান। যেমনটা জানা হচ্ছে সোজাসুজি ব্যান্ডেল পর্যন্ত হয়, প্রথমে শ্রীরামপুর-হাওড়া সংযোগ তৈরী হবে। তারপর সেটা সম্প্রসারণ করা হবে।
অবশ্য এই প্রকল্পের সবটাই কেন্দ্রের হাতে। কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে আমরা লড়াই করতে পারি। প্রথানমন্ত্রীর সাথে এখনও কথা হয়নি। মন্ত্রীরা আছেন তাদের সাথে কথা বলে কাজ মিটে যায় তাহলে প্রশ্ন থাকছে না। এদিকে রচনার এই দাবির কিছুদিন আগেই কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রো লাইন তৈরির দাবি তুলেছেন শান্তনু ঠাকুর। এবার কোন প্রকল্প বাস্তবায়িত হয় সেটাই দেখার।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |