ফিরছে পঞ্চম-অষ্টম শ্রেণীর পাশ-ফেল সিস্টেম, শিক্ষা ব্যবস্থায় বিরাট বদল ঘোষণা কেন্দ্রের

Published on:

central government brings back pass fail system for class 5 to class 8 students

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ফের একবার বড়সড় বদল আসতে চলেছে শিক্ষা ব্যবস্থায়। ২০১৯ সালেই পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ-ফেল সিস্টেম তুলে দেওয়া হয়েছিল। যার ফলে একবার কেউ পঞ্চম শ্রেণীতে উঠে গেলে তারপর প্রতিবছর নতুন ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হত। তবে এবার আর তেমনটা হবে না। বদলে ফিরছে পুরোনো দিনের পাশ ফেল সিটেম, অবশ্য এতে রয়েছে কিছুটা টুইস্ট। সেটা কি? জানতে হলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

ফিরছে পঞ্চম-অষ্টম শ্রেণীর পাশ-ফেল

WhatsApp Community Join Now

বর্তমানে স্কুলে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল করার সিস্টেম নেই ছাত্রছাত্রীদের। তবে শীঘ্রই এই পদ্ধতিতে বদল আসতে চলেছে। ফিরছে পাশ-ফেল পদ্ধতি তবে আগের মত নয়, থাকছে চমক। আগে বার্ষিক পরীক্ষা বা ফাইনাল সেমিস্টারে ফেল করা মানেই আরও এক বছর সেই ক্লাসেই পড়াশোনা করতে হত। তবে নতুন নিয়মে তেমনটা হবে না। কোনো শিক্ষার্থী ফেল করলে তাকে আবারও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। আর তাতে পাশ করলেই মিলবে পরবর্তী ক্লাসে ওঠার ছাড়পত্র।

একাধিক বার দেওয়া যাবে ফাইনাল পরীক্ষা

হ্যাঁ একেবারেই ঠিক দেখছেন। নতুন নিয়মে ফেল করলেও আরও দুবার পরীক্ষায় বসরা সুযোগ দেওয়া হবে। তবে যদি একবার অনুত্তীর্ণ হওয়ার পর আরও দুবার পরীক্ষায় বসেও ফেল করে তাহলে তাকে পুনরায় একই ক্লাসে পড়তে হবে এক বছরের জন্য। অবশ্য কেন সে ফেল করল বা কোথায় সমস্যা সেটা দেখার জন্য শিক্ষার্থীকে বিশেষভাবে সাজায় করবেন নির্দিষ্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

নতুন নিয়ম আনছে কেন্দ্র

কেন্দ্র তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে ২০১৯ সালে চালু হওয়া নিয়ম বদলে যেতে চলেছে সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে। একইসাথে নবোদয় বিদ্যালয় ও সৈনিক স্কুলেও একই নিয়ম মেনে চলা হবে। জানা যাচ্ছে দেশের ৩০০০ এরও বেশি সেন্ট্রাল বোর্ডের স্কুলে নতুন সিস্টেম চালু হবে।

প্রসঙ্গত, কেন্দ্রের নিয়ম জারি হলেও রাজ্যের শিক্ষা দফতর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্য কেন্দ্রের নীতি মেনে চললেও ১৬ টি রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চল পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল সিটেম চালু রেখেছিল।

সঙ্গে থাকুন ➥
X