Indiahood-nabobarsho

খয়রাতি বৃদ্ধি নিয়ে RBI-র সতর্কতা, বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার? বড় তথ্য দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য

Published on:

chandrima bhattacharya

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনের ময়দানে শক্ত হাতে খুঁটি ধরতে এবং জনসাধারণকে হাতের মুঠোয় রাখতে একের পর এক সুবিধা প্রদান করেই চলেছে বিভিন্ন রাজনৈতিক দল। আর এই সকল পরিষেবা প্রদানের সময় অনেক টাকায় খরচ করতে হয়। কিন্তু সেই সুবিধা প্রদান করতে গিয়েই এবার বেজায় চাপে পশ্চিমবঙ্গ সরকার। ‘খয়রাতি প্রকল্প’ নিয়ে সতর্ক করেছে রিজার্ভ ব্যাঙ্কও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রাজ্যের খয়রাতি খাতে বাড়ছে অর্থের পরিমাণ

গত শুক্রবার, বাংলার খয়রাতি প্রকল্পকে কেন্দ্র করে ‘এ স্টাডি অব বাজেটস অব ২০২৪-২৫’ শীর্ষক রিপোর্টে RBI জানিয়েছে, এই অর্থবর্ষের বাজেটে পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু কৃষি ঋণ মকুবের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষ এবং কৃষি ব্যবস্থার ক্ষেত্রে বিনামূল্যে বিদ্যুৎ, প্রদান করার পাশাপাশি প্রদান করা হয়েছে নিখরচার পরিবহণ ব্যবস্থা। সঙ্গে রাজ্য সরকার বেকার যুব সম্প্রদায় এবং মহিলাদের ভাতাও দেওয়া হচ্ছে। এর ফলে অনেক অর্থ চলে যাচ্ছে খয়রাতি খাতে। তাই সেই খাতের নিয়ন্ত্রণ আনার জন্য RBI ভর্তুকি খাতে বরাদ্দ কমানোর নির্দেশ দিয়েছে। শুধু তাই নয় প্রশাসনকে রাজ্যের উন্নয়নমূলক কাজে যাতে টাকার অভাব না হয় সেদিকেও খেয়াল রাখতে বলেছে RBI।

কী বলছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য?

এদিকে এই প্রসঙ্গে রাজ্যে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘এই সমীক্ষা কীভাবে বা কোন পদ্ধতিতে হয়েছে আমরা জানি না। তবে আমাদের মূলধনী খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বরং এই খাতে বেশি খরচ করা এবং তা ব্যবহারের শংসাপত্র দেওয়ার পরেও কেন্দ্রীয় সরকার এখনও টাকা বকেয়া রেখেছে। তবে সামাজিক খাতে খরচ করে সরকার খরচ করায় বহু মানুষ উপকৃত হচ্ছেন। সেক্ষেত্রে মূলধনী খরচ হচ্ছে না, এটা বলা ঠিক নয়।’’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন রাজ্যে সতর্ক করেছে RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিনামূল্যে বিদ্যুৎ ও পরিবহণ বা কৃষি ঋণ মকুবের মতো কাজ নিয়ে সতর্ক করা হয়েছে। কারণ রিপোর্টে বারংবার উঠে আসছে যে এই ধরনের কাজে অর্থ বরাদ্দের ফলে রাজ্যের জরুরি খাতে খরচের ক্ষমতা কমছে আর এই কারণে মাটিতে লুটোপুটি খাচ্ছে সামাজিক এবং আর্থিক পরিকাঠামো উন্নয়ন। তবে শুধু নেতিবাচক ফলাফল নয়, রাজ্যের প্রতিটি সরকারের জন্য বেশ কয়েকটি ইতিবাচক কথাও প্রকাশ্যে এসেছে RBI এর তরফ থেকে।

সমীক্ষা অনুযায়ী জানা গিয়েছে, নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের জন্য নানারকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন। পরে সেই প্রতিশ্রুতি রক্ষার্থে, ঋণ মকুব, আর্থিক সহায়তা প্রদানের মতো নানা সুযোগ সুবিধা সাধরণ মানুষকে দেওয়ায় তড়তড়িয়ে বাড়ছে রাজস্ব খরচ। পশ্চিমবঙ্গে গত বছরের তুলনায় খরচ বেড়েছে ১৩.৫%। অথচ মূলধনী খরচ বেড়েছে মাত্র ৭.৭%। অন্যদিকে ২০টি রাজ্যের রাজস্ব খরচ গত বছরের তুলনায় বেড়ে হয়েছে ৪১.৫%। তা ছিল প্রায় ৪০%। অন্যতম কারণ। সমালোচকদের মতে, বাংলার অন্যতম বড় আর্থিক অনুদান প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার। এছাড়াও সাম্প্রতিক কালে লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে যে সকল প্রকল্প চালু হয়েছে সেগুলিও এর মূল কারণ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group