শ্বেতা মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডের মতো সমান গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়িয়েছে PAN কার্ড। এখন বেশিরভাগ কাজের ক্ষেত্রেই এই প্যান কার্ডের দরকার পড়ে। এদিকে আবার সরকারের তরফে সম্প্রতি নতুন প্যান কার্ড যা PAN 2.0 নামে পরিচিত লঞ্চ হয়েছে। এই নয়া প্যান কার্ড নিয়ে সাধারণ মানুষের আলোচনার শেষ নেই। এই প্যান কার্ডটি আবার একদম খাঁটি ডিজিটাল। এর প্যান কার্ড ব্যবহারে অনেকটাই পরিবর্তন আসতে চলেছে। প্রশ্ন উঠছে, এই ডিজিটাল প্যান ২.০ আসার পর প্যান কার্ডের ফিজিক্যাল কপি সঙ্গে রাখার প্রয়োজন হবে কিনা।
PAN 2.0 নিয়ে জরুরি তথ্য
আসলে প্যান কার্ডকে আরও সুরক্ষিত ও মসৃণ করতে ভারত সরকার সম্প্রতি প্যান ২.০ প্রকল্প চালু করেছে। প্যান ২.০-তে একটি QR Code দেওয়া হবে। এই QR কোডটি আধার কার্ডে দেওয়া QR কোডের মতোই হবে। প্যান ২.০-তে দেওয়া কিউআর কোড স্ক্যান করে কোনও প্রতিষ্ঠান বা ব্যক্তি প্যান কার্ডধারীর তথ্য পেতে পারবে। বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে প্যান কার্ড ব্যবহার করা যায় না। আর এই সমস্যা মেটাতেই নতুন প্যান কার্ডটি আরও আনা হয়েছে।
ফিজিক্যাল কপি রাখার প্রয়োজন হবে?
প্যান কার্ড ২.০ চালু হওয়ার পর এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। এই প্যান কার্ড আসার পর কি প্যান কার্ড এর কপি সঙ্গে রাখার প্রয়োজন হবে না? কেউ কি প্যান ২.০ এর মাধ্যমে তার সমস্ত কাজ ডিজিটালভাবে করতে পারবেন? উত্তর হল হ্যাঁ। অন্যদিকে প্যান ২.০-এর পরে আপনাকে আর প্যান কার্ডের ফিজিক্যাল কপি সঙ্গে রাখতে হবে না।
জানিয়ে রাখি, ভারতের সমস্ত পুরানো প্যান কার্ড শীঘ্রই প্যান ২.০ -এর মাধ্যমে রিপ্লেস করা হবে। তবে এর জন্য কাউকে আর নতুন করে আবেদন করতে হবে না। এই প্যান কার্ড ভারত সরকারের তরফে সকলকে বিনামূল্যে পাঠানো হবে। যতক্ষণ না মানুষের প্যান ২.০ আসে ততদিন মানুষ পুরনো প্যান কার্ড ব্যবহার করতে পারবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |