Indiahood-nabobarsho

পুরোনো গাড়ি কিনতেও খসবে বেশি টাকা, নতুন বছরের আগেই GST ছেঁকা

Published on:

gst on second hand cars increased

পার্থ সারথি মান্না, কলকাতাঃ নিজের একটা চার চাকা গাড়ি কেনার সখ অনেকেরই থাকে। কিন্তু মুশকিলটা হয়ে যায় বাজেটের ক্ষেত্রে। অনেক সময় নতুন গাড়ি কেনার মত টাকা হয়ে ওঠে না, তাই অনেকেই সেকেন্ড হ্যান্ড বা পুরোনো গাড়ি কেনার কথা পরিকল্পনা করেন। আপনিও কি এমনটাই ভাবছেন? তবে এই খবরটি আপনারই জন্য। আগামী বছর থেকে একধাক্কায় বেশ কিছুটা বাড়ছে নতুন গাড়ির দাম সেটা আগেই কোম্পানিগুলি জানিয়েছিল। তবে এবার জানা যাচ্ছে পুরোনো গাড়ি কিনতে গেলেও পকেট থেকে খসবে মোটা টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পুরোনো গাড়ি কিনতেও খসবে মোটা টাকা

চারচাকা গাড়ি কেনার ক্ষেত্রে ২৮% হিসাবে ট্যাক্স দিতে হয়। তবে পুরোনো গাড়ির ক্ষেত্রে সেটা অনেকটাই কম। তাই অনেকেই টাকা বাঁচাতে প্ল্যান করেই পুরোনো গাড়ি কিনতেন। তবে এবার আর সেটা হবে না। কারণ নতুন বছরের ১লা তারিখ থেকেই ১২% এর বদলে ১৮% হিসাবে দিতে হবে ট্যাক্স। তাই স্বাভাবিকভাবেই গাড়ির দাম বেড়ে যাবে বেশ কিছুটা।

সেকেন্ড হ্যান্ড গাড়িতে GST বেড়ে ১৮%

সম্প্রতি GST কাউন্সিলের ৫৫তম বৈঠকের আয়োজন করা হয়েছিল। যেখানে পুরোনো গাড়ি বিক্রির সময় তাতে লাগু হওয়া ট্যাক্সের পরিমাণ ১২% থেকে বাড়িয়ে ১৮% করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই মূল্যবৃদ্ধি বা ট্যাক্স রেট মূলত পুরোনো গাড়ি নিয়ে ব্যবসা করা কোম্পানি বা ডিলারদের উপরেই চাপানো হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই পদ্ধতিতে দিতে হবে না বেশি GST

তবে আপনি যদি পুরোনো গাড়ি কিনতে চান তাহলে বেশি GST নাও দিতে হতে পারে। কিভাবে? জানা যাচ্ছে নতুন নিয়ম কোনো ব্যক্তিকে পার্সোনাল গাড়ি বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানির মাধ্যমে না গিয়ে ডাইরেক্ট পুরোনো গাড়ি কেনেন তাহলে ১২% জিএসটি দিয়েই গাড়ি কিনতে পারবেন। তবে যিনি বিক্রি করছেন তাকে ১৮% জিএসটিই দিতে হবে।

নতুন এই জিএসটি রেট জারি হওয়ার ফলে পুরোনো গাড়ি বিক্রির বাজার যে প্রভাবিত হবে সেটা বোঝাই যাচ্ছে। কারণ জিএসটি বেশি হওয়ায় একদিকে যেমন দাম বাড়বে তেমনি নতুন গাড়ি আর পুরোনো গাড়ির মধ্যেকার দামের পার্থক্যও কমে যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group