পার্থ সারথি মান্না, কলকাতাঃ গতমাসেই সুখবর দিয়েছিলেন বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেতার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। সুখবর শেয়ার করতেই শুভেচ্ছার ঢল নেমেছিল সোশ্যাল মিডিয়াতে। কাঞ্চন-শ্রীময়ী মিলে আদরের রাজকন্যার নাম রেখেছেন কৃষ্ণাভি। সম্প্রতি আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেতা, নেপথ্যে হাসপাতালের বিল।
হাসপাতালে কাঞ্চন-শ্রীময়ীর সন্তান প্রসবের খরচ ৬ লক্ষ!
হ্যাঁ একেবারে ঠিক দেখেছেন, সন্তান হওয়ার সময় যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শ্রীময়ী সেখানেই নাকি ৬ লক্ষ টাকার বিল হয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। জানা যাচ্ছে এই বিল বিধানসভায় পেশ করা হয়েছিল, যেটা পাশও হয়ে গিয়েছে। কিভাবে এত টাকার বিল হল? সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনে বিধায়ককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এমনকি দরকারে হাসপাতালের সাথে বা ডাক্তারের সাথেও যোগাযোগ করা হবে বলে জানানো হয়েছে।
বিধায়কের মেডিকেল বিল পাশ বিধানসভায়
আসলে বিধায়ক বা বিধায়ক পত্নী হাসপাতালে ভর্তি হলে বা কোনো জটিল রোগের চিকিৎসা হলে তার বিল বিধানসভায় পেশ করা হয়। এরপর সেটা পাশ করা হয়। এক্ষেত্রে চশমার ক্ষেত্রে ৫০০০ টাকার উর্দ্ধসীমা থাকলেও অন্য কোনো চিকিৎসার ক্ষেত্রে খরচের ঊর্ধ্বসীমা নেই। তাই কাঞ্চন মল্লিক ৬ লক্ষের বিল জমা দেওয়ার পর সেটা পাশও হয়ে গিয়েছে। যেখানে হাসপাতালের জন্য ২ লক্ষ টাকা ও চিকিৎসকের জন্য ৪ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, এবছর দোল পূর্ণিমায় মা হওয়ার কথা বুঝতে পারেন শ্রীময়ী। যদিও সে কথা প্রকাশ্যে আনেননি অভিনেত্রী বা কাঞ্চন দুজনের কেউই। পরবর্তীতে অন্নকূটের দিন কন্যা সন্তানের জন্ম দেন শ্রীময়ী। তাই নাম রাখেন ‘কৃষ্ণভি’। বর্তমানে তাকে নিয়েই বেশ সময় কাটছে তাঁর।