Indiahood-nabobarsho

জাঁকিয়ে ঠান্ডা দূর, বড়দিনের আমেজে জল ঢালবে বৃষ্টি! আজকের আবহাওয়া

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ নাকি বড়দিন! গোটা শহর জুড়ে শীতের পরিবর্তে এখন শুধুই দেখা যাচ্ছে উষ্ণতার ছোঁয়া। চলতি বছর অনেকেই আশা করেছিল যে এবছর জাঁকিয়ে ঠান্ডা পড়বে। কিন্তু কোথায় আর কী? বড়দিনেও শহরে ফিরল না শীতের আমেজ। শুধু কলকাতা নয় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার ছবিটা ঠিক এমনই। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন ঘটবে না। তার উপর গোদের উপর বিষফোঁড়া নিয়ে আচমকা হাজির হয়েছে বৃষ্টি। একনজরে আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কেমন থাকবে আজকের আবহাওয়া।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বড়দিনের আগের দিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া থাকলেও বড়দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু আজ সকালে দক্ষিণের কয়েকটি এলাকায় ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। কলকাতার একাধিক জায়গাতেও বৃষ্টি হয়েছে। পাশাপাশি সকালের দিকে হালকা কুয়াশা দেখা গিয়েছে এবং আংশিক মেঘলা আকাশ দেখা যাবে গোটা দিন জুড়ে। আজ দক্ষিণবঙ্গ সহ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের দাবি গত কয়েক বছরের মধ্যে এটিই হল ‘উষ্ণতম’ বড়দিন! গত বছর এই দিনে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি। তবে শুক্রবারের পর থেকে সামান্য নামতে পারে পারদ।

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

আজ বড়দিনে পাহাড়ি এলাকাতেও বৃষ্টির ছায়া দেখা যাচ্ছে। তবে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দার্জিলিংয়ে। সেখানে উঁচু পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির পাশাপাশি তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেখানে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। অন্যদিকে আবার সপ্তাহান্তে হালকা বৃষ্টিতে ভিজতে পারে কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা। পাশাপাশি উত্তরের সব জেলাই হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে গোটা এলাকা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহ জেলায় ঘন কুয়াশা দেখা যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group