‘ছুঁড়ে দেওয়া ৩-৪-৫ শতাংশ DA’, বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বিস্ফোরক দাবি

Published on:

dearness allowance

শ্বেতা মিত্র, কলকাতাঃ বাংলায় ডিএ (Dearness allowance) নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। বরং যত সময় এগোচ্ছে ততই বিষয়টিকে ঘিরে জলঘোলা হচ্ছে। দিনের পর দিন ধরে কেন্দ্রীয় হারে ও বকেয়ার দাবিতে বিক্ষোভ দেখিয়েই চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। দিন নেই রাত নেই, রোদ, ঝড়, জল, শীত উপেক্ষা করে চলছে তীব্র আন্দোলন। তবে এবার পুনরায় এই DA বা মহার্ঘ্য ভাতা ইস্যুতে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যা বললেন তা রাজ্য সরকারের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আপনিও কি জানতে ইচ্ছুক যে বিরোধী দলনেতা কী বলেছেন? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

ডিএ ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

WhatsApp Community Join Now

পূর্ব ঘোষণা মতো গত ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত নবান্নের কাছে মন্দিরতলার বাস স্ট্যান্ডে ধরনা অবস্থান করেন আন্দোলনকারী সরকারি কর্মীরা। আর সেই অবস্থান মঞ্চে আসেন শুভেন্দু অধিকারী। যদিও অরাজনৈতিক ভাবে DA আন্দোলনের পাশে থাকার বার্তা দেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক। তিনি বলেন, ‘সংগ্রামী যৌথ মঞ্চ অরাজনৈতিক সংগঠন। তারা রাজ্য সরকারের দ্বারা বঞ্চিত, পীড়িত, শোষিত এবং আক্রান্ত। যতগুলি কর্মসূচিতে আমাকে ডাকা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য এবং ভোটের পাটিগণিতের অঙ্কের বাইরে দাঁড়িয়ে আসার চেষ্টা করেছি।’

সেইসঙ্গে রাজ্য সরকারের উদ্দেশ্যে তোপ দেগে শুভেন্দু আরও বলেন, ‘পুজোয় চাঁদা দিচ্ছেন, ৮০ হাজার। ইমাম-মোয়াজ্জেমদের দিয়েছেন, পুরোহিতদের দেবেন বলছেন। বিধানসভা ভোট কঠিন হলে দেখা যাবে লক্ষ্মীর ভান্ডারে ১৫০০ টাকা দিচ্ছেন। কিন্তু তিনি কেন্দ্রীয় হারে ডিএ, আর চাকরি তিনি দেবেন না। অত্যাচারী মুখ্যমন্ত্রীর কয়েক দফায় ভিক্ষার মতো করে ছুঁড়ে দেওয়া ৩-৪-৫ শতাংশ ডিএ আপনারা পাচ্ছেন, সেটা সংগ্রামী যৌথ মঞ্চের আপসহীন লড়াইয়েরই ফল।’

১৪% হারে ডিএ পাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা

২৪-এর লোকসভা ভোটের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা ৪৬ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করে দেওয়া হয়। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারও ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করে। এখন সকলে ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। যদিও এই নিয়ে মোটেও খুশি নন সরকারি কর্মীরা। শুধু তাই নয়, সরকারি কর্মীদের মন জয় করতে এক মাসের জন্যে হলেও ১৮ শতাংশে ডিএ দেওয়ার সিদ্ধান্ত নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তারপরেও বিক্ষোভ দেখান সরকারি কর্মীরা। এইবারে পার্কস্ট্রিট-এ ক্রিসমাস উৎসবের সূচনা করলেও ডিএ নিয়ে স্পিকটি নট ছিলেন মুখ্যমন্ত্রী। ফলে আরও মন ভাঙে সরকারি কর্মীদের। ফলে এখন সকলের নজর রয়েছে নতুন বছরের দিকে।

সঙ্গে থাকুন ➥
X