Indiahood-nabobarsho

ব্যাগ মাত্র একটি, কমাতে হবে ওজনও! বিমানে লাগেজ নেওয়ার নিয়মে বড় বদল

Published on:

flight baggage rules

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: আজ বড়দিন, হাতে মাত্র বাকি আর কয়েকটা দিন। এর পরেই পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমন হতে চলেছে। আর এই শীতের ভ্যাকেশনে বন্ধুবান্ধব, পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বেশ জমে যায়। যদি সেই ঘুরতে যাওয়া হয় ফ্লাইটে চেপে তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু সাবধান। ফ্লাইটে টিকিট কাটার আগে জেনে নিন বিমানে ব্যাগপত্র নিয়ে যাওয়ার নিয়ম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কারণ বহু ক্ষেত্রে দেখা যায় এমন অনেক বিমান যাত্রী থাকে যাঁরা অনেক গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে অবগত নয়। এর ফলে শুধু শুধু অনেকগুলো টাকা গচ্ছা যায় ক্ষতিপূরণ দিতে। সম্প্রতি বিমানবন্দরে বিমানে ব্যাগপত্র নিয়ে যাওয়ার নিয়ম বদলে গেল। তাই শীঘ্রই এই পরিবর্তিত নিয়ম সম্পর্কে জেনে নিন। নইলে ফের বিমানবন্দরে তাদের অতিরিক্ত টাকা দিতে হবে সফর করার জন্য। আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

হ্যান্ড ব্যাগের সংখ্যার ওপর বড় কড়াকড়ি | Flight baggage rules |

জানা গিয়েছে, ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফে বিমান সফরে যাত্রীদের ব্যাগেজ পলিসিতে পরিবর্তন করা হয়েছে। BCAS এর নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীরা হাতে একটি মাত্র ব্যাগই রাখতে পারবেন। হ্যান্ড লাগেজ হিসাবে একাধিক ব্যাগ নিয়ে বিমানে উঠতে পারবেন না। তা সে অন্তর্দেশীয় যাত্রা হোক কিংবা আন্তর্জাতিক যাত্রা। সব ক্ষেত্রেই এক নিয়ম প্রযোজ্য। ব্যাগের সংখ্যা নির্ধারণের পাশাপাশি ব্যাগের ওজন নিয়েও করা হয়েছে নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী জানা গিয়েছে যাত্রীদের সঙ্গে থাকা হ্যান্ড ব্যাগের ওজন ৭ কেজির বেশি হতে পারবে না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ব্যাগের ওজনের প্রতিও রাখা হয়েছে কড়া নজর

তবে এই নিয়ম সবার জন্য সমান নয়। চলতি বছরের ২ মে-র আগে যে টিকিট কাটা হয়েছে, সেক্ষেত্রে ব্যাগের ওজনে কিছুটা ছাড় দেওয়া হবে। ইকোনমি ক্লাসের যাত্রীদের ব্যাগের ওজন ৮ কেজি, প্রিমিয়াম ইকোনমির যাত্রীদের ১০ কেজি এবং ফার্স্ট ক্লাস ও বিজনেস ক্লাসের যাত্রীরা সর্বাধিক ১২ কেজি পর্যন্ত ওজনের ব্যাগ বহন করতে পারবেন। এবং বাকি ব্যাগ চেক ইন করাতে হবে।

পাশাপাশি হ্যান্ড ব্যাগের আয়তনও উচ্চতায় ৫৫ সেন্টিমিটার ও চওড়ায় ৪০ সেন্টিমিটারের বেশি হওয়া যাবে না। ইন্ডিগো এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, একটি কেবিন ব্যাগের পাশাপাশি তারা ৩ কেজি ওজনের কম একটি পার্সেনাল ব্যাগ, যেমন লেডিস ব্যাগ বা ছোট ল্যাপটপ ব্যাগ বহন করতে পারবে। এই নতুন নিয়ম যাঁরা মানবেন না তাঁদের গুনতে হবে মোটা টাকা ক্ষতিপূরণ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group