কৌশিক দত্ত, কলকাতাঃ ভারত, অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট আগামীকাল ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হবে। তবে তাঁর আগে আইসিসি দ্বারা জারি করা র্যাংকিংয়ে (ICC World Rankings) টিম ইন্ডিয়ার ব্যাটারদের ক্ষতি হয়েছে। ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শুভমন গিল র্যাংকিংয়ে পিছিয়ে গিয়েছেন।
ICC র্যাংকিংয়ে যশস্বী, পন্থদের মুখ চুন
টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়াল পারথ টেস্টের পর দ্বিতীয় র্যাঙ্কে চলে গিয়েছিলেন। কিন্তু এবার তাঁর পতন হয়েছে। তিনি এবার পঞ্চম স্থানে নেমে গিয়েছেন। ঋষভ পন্থও অস্ট্রেলিয়ার মাটিতে কিছু করে দেখাতে পারেননি। এবার তাঁরও ক্ষতি হয়েছে। ঋষভ পন্থ প্রথম দশ থেকে ছিটকে গিয়ে ১১ নম্বরে নেমে গিয়েছেন। শুভমন গিল ২০-তে নেমেছেন।
ICC র্যাংকিংয়ে বিপুল ক্ষতি বিরাট কোহলি, রোহিত শর্মার
ভারতীয় দলের স্টার প্লেয়ার বিরাট কোহলি নামতে নামতে ২১ তম নম্বরে চলে গিয়েছেন। ওদিকে, র্যাংকিংয়ে রোহিত শর্মার অবস্থাও শোচনীয়। তিনি বর্তমানে ৩৫ নম্বরে রয়েছে। বলে দিই, দীর্ঘদিন ধরেই রানে নেই রোহিত শর্মা। ওদিকে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া ৫ টেস্টের মধ্যে ৪ টিতেই হেরেছে। একটি টেস্ট ড্র হয়েছে।
লাভ হয়েছে কেএল রাহুলের
বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের হয়ে সবথেকে বেশি রান করেছেন কেএল রাহুল। আর এই কারণে সে ১০ জনকে টপকে ৪০ নম্বরে উঠে এসেছে।