শ্বেতা মিত্র, কলকাতা: হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। সকলের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল বলা চলে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর অবধি ট্রেন চলার জন্য অপেক্ষা করছিলেন। হ্যাঁ ঠিকই শুনেছেন একদম। সামাজিক মাধ্যমে একটি পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়েছেন। আসলে বিষ্ণুপুর-তারকেশ্বর লাইনে CRS হতে চলেছে ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর স্টেশন এর। ২৭ ডিসেম্বর হতে চলেছে এই কাজ। হ্যাঁ ঠিকই শুনেছেন।
বিষ্ণুপুর-তারকেশ্বর রেল প্রকল্পে বড় আপডেট
এমনিতে বাংলায় বহু বছর ধরে বেশ কিছু রেল প্রকল্পের কাজ কোনো না কোনো জটের কারণে আটকে রয়েছে। যার মধ্যে অন্যতম হল এই বিষ্ণুপুর-তারকেশ্বর লাইন। যত দ্রুত সম্ভব এই রেলপ্রকল্পের কাজ শেষ করার চেষ্টা করছে পূর্ব রেল। একবার এই রেললাইন তৈরী হয়ে গেলে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর এবং তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যাওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে। বিশেষ করে যারা একটু ঠাকুর দেবতা পছন্দ করেন এবং সর্বোপরি এই লাইনের ওপর দিয়ে নিত্যদিন যারা ঘুরপথে যাতায়াত করেন তাঁদের জন্য সহজ হয়ে যাবে। এদিকে এই কাজ যাতে দ্রুত শেষ করা যায় সেজন্য দুই জায়গারই স্থানীয় মানুষের কাছে সাহায্য চেয়েছে পূর্ব রেল।
যাইহোক, এসবের মাঝেই এবার ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর স্টেশনের মধ্যে সিআরএস হতে চলেছে। অর্থাৎ খুলে যেতে চলেছে বিষ্ণুপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত লাইন। যদিও CRS হলেই লাইন খুলে যাবে না, ট্রেন চলাচলের জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে!
কী বলছেন সাধারণ মানুষ?
যদিও কেউ কেউ এই নিয়ে আবার অন্যান্য মন্তব্যও করেছেন। একজন লিখেছেন, ‘এটা চালু হবার অর্ডার না, ইন্সপেকশন হচ্ছে, এর রিপোর্টের ভিত্তিতে চালু হবে। CRS মানে Commission of Railway safety।’অন্য আরেকজন লিখেছেন, ‘আমরা ২০২৫ সালে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত ইএমইউতে ভ্রমণ করতে চাই।’
পূর্ব রেল সূত্রে খবর, যত তাড়াতাড়ি সম্ভব ধার্মিক জায়গা তারকেশ্বর এবং পোড়ামাটির শহর হিসেবে খ্যাত বিষ্ণুপুরের মধ্যে রেল পরিষেবা শুরু করা যায় সেই নিয়ে কাজ এগোচ্ছে। মধ্যিখানে স্টপেজ হিসেবে থাকবে কামারপুকুর এবং জয়রামবাটির মতো কিছু বিখ্যাত জায়গা।