হাওড়ার পর শিয়ালদা, বছর শেষে বহু ট্রেন বাতিল করল পূর্ব রেল! দেখুন তালিকা

Published on:

sealdah cancelled local train list

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০২৪ শেষ হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। তবে অন্তিম কয়েকটা দিনে নিত্যযাত্রীদের জন্য খারাপ খবর শোনালো পূর্ব রেল। কিছুদিন আগেই হাওড়া রুটের প্রায় ৬০টি ট্রেন বাতিলের কথা জানিয়েছিল রেল কর্তৃপক্ষ। এবার আরও বেশ কিছু ট্রেন বাতিলের ঘোষণা এল। স্বাভাবিকভাবেই এতে যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

ফের বাতিল একগুচ্ছ ট্রেন

WhatsApp Community Join Now

কিছুদিন আগে প্রায় একমাসের জন্য ৩০ জোড়া ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে হাওড়া ডিভিশনে। তবে এবার যে লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে সেটা মূলত শিয়ালদহ (Sealdah) ডিভিশনের জন্য। শিয়ালদহ থেকে ডানকুনি, বনগাঁ, হাবড়া লাইনের বেশ কিছু লোকাল ট্রেন ২৮ ও ২৯ তারিখ বাতিল করা হয়েছে। মূলত লাইনের কাজ হওয়ার জেরেই শনি ও রবিবার ট্রেন চ্যান্সেলর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিচে বাতিল হওয়া ট্রেনের তালিকা দেওয়া হল।

শিয়ালদহ রুটের বাতিল ট্রেনের তালিকাঃ

২৮ ডিসেম্বর বাতিল:

  • শিয়ালদহ – ডানকুনি: আপ ৩২২৪৯ ও ডাউন ৩২২৫২

২৯ ডিসেম্বর বাতিল:

  • শিয়ালদহ – বনগাঁ: আপ ৩৩৮১১, ৩৩৮১৩ ও ডাউন ৩৩৮২০, ৩৩৮২২
  • শিয়ালদহ – হাবরা: আপ ৩৩৬৫১, ৩৩৬৫৩ ও ডাউন ৩৩৬৫২, ৩৩৬৫৪
  • শিয়ালদহ – হাসনাবাদ: আপ ৩৩৫১৩ ও ডাউন ৩৩৫১৪
  • শিয়ালদহ – ডানকুনি: আপ ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯ ও ডাউন ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০
  • শিয়ালদহ – দত্তপুকুর: আপ ৩৩৬১৩ ও ডাউন ৩৩৬১২, ৩৩৬১৬, ৩৩০১৮
  • শিয়ালদহ – কল্যাণী সিমন্ত: আপ ৩১৩১১, ৩১৩১৩ ও ডাউন ৩১৩১২, ৩১৩১৬
  • শিয়ালদহ – শান্তিপুর: আপ ৩১৫১১, ৩১৫১৩ ও ডাউন ৩১৫১২, ৩০৫১৬
  • শিয়ালদহ – গেদে: আপ ৩০০১১ ও ডাউন ৩০০১২
  • শিয়ালদহ – কৃষ্ণনগর: আপ ৩০০১১ ও ডাউন ৩০০১২
  • শিয়ালদহ – নৈহাটি: আপ ৩০০১১ ও ডাউন ৩০০১৪
  • শিয়ালদহ – রানাঘাট: আপ ৩০০১১, ৩০০১৩, ৩০০১৫ ও ডাউন ৩০০১২, ৩০০১৪, ৩০০১৬
  • বারাসত – দত্তপুকুর: আপ তিনশত তিরিশ সাত

আপনি যদি শিয়ালদহ রুটের যাত্রী হয়ে থাকেন তাহলে এই লিস্ট অবশ্যই ভালো করে দেখে নিন। কারণ যদি শনি ও রবিবার ট্রেন ধরতে হয় তাহলে এই ট্রেনগুলি বাতিল রয়েছে মাথায় রাখলে যাতায়াতের অনেকটা সুবিধা হবে।

সঙ্গে থাকুন ➥
X