এক ঝটকায় তিনগুণ বাড়ল পেনশন! বছর শেষের আগে রাজ্যের মানুষদের জন্য বিরাট ঘোষণা

Published on:

indian money

শ্বেতা মিত্রঃ একদিকে যখন ২০২৪ সাল শেষ হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে তখন আচমকা পেনশনভোগীদের (Pensioners) এক দারুণ উপহার দিল রাজ্য সরকার। হ্যাঁ ঠিকই শুনেছেন। এক ধাক্কায় পেনশনের টাকা তিনগুণ বাড়ানোর ঘোষণা করল সরকার। আপনিও কি সরকারের ঘর থেকে প্রতিদিন মাসে পেনশন পান? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আসলে প্রতিবন্ধীদের পেনশন ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করতে চলেছে সরকার। এই সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

পেনশনের টাকা বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

WhatsApp Community Join Now

রবিবার ব্রাহ্মণ সভা প্যারেডে আত্মা বল্লভ জৈন ক্লিনিক আয়োজিত শিবিরে জম্মু কাশ্মীরের সমাজকল্যাণ মন্ত্রী সাকিনা ইটু জানান, প্রতিবন্ধীদের মাসিক পেনশন বাড়ানো হবে। মূলত জম্মু-কাশ্মীর সরকার প্রতিবন্ধীদের পেনশন ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করতে চলেছে। সাকিনা বলেন, ‘এক হাজার টাকা নামমাত্র অঙ্ক। ফলে এখন এই টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এই পেনশন বৃদ্ধির ফলে প্রতিবন্ধী সদস্যদের পরিবারের উপর থেকে আর্থিক বোঝা অনেকটাই কমবে। ওমর সরকার জনগণের, বিশেষ করে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সব সমস্যা সমাধানে বদ্ধপরিকর।’

উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ

প্রতিবন্ধীদের মাঝে কৃত্রিম অঙ্গ (হাত, পা), ক্যালিপার, ক্রাচ, ট্রাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ করেন মন্ত্রী। তিনি আশ্বাস দিয়েছেন যে সরকার প্রতিবন্ধীদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া, তাদের জন্য সহজলভ্যতা এবং সহায়তা বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে।

উল্লেখ্য, চলতি বছরের অক্টবর মাসে ওমর আব্দুল্লাহ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। এর মধ্য দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম মুখ্যমন্ত্রী হন ওমর আবদুল্লা। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ইন্ডি জোট। এর মধ্যে ন্যাশনাল কনফারেন্স সবচেয়ে বেশি ৪২টি আসন, কংগ্রেস ৬টি এবং সিপিআই (এম) ১টি আসন পায়।

সঙ্গে থাকুন ➥
X