দোসর পশ্চিমী ঝঞ্ঝা, রবিবার দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টি, আজকের আবহাওয়া

Published on:

weather

শ্বেতা মিত্র, কলকাতা: অবশেষে কি তাহলে ২০২৪ সাল শেষ হওয়ার আগে বাংলায় চেনা শীত ফিরতে চলেছে? কার্যত ইঙ্গিত তো তেমনই দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় শহরে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে যা শীতের অনুভূতি দিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শীতের অনুভূতি হলেও হতে পারে। যাইহোক, আজ সারাদিন কোথাকার আবহাওয়া কেমন থাকবে জেনে নিন বিশদে।

আমাদের সাথে যুক্ত হন Join Now

দক্ষিণবঙ্গের আবহাওয়া

মূলত ভিলেন পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলায় উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পেয়েছে। তবে শীঘ্রই এই পরিস্থিতি কেটে যাবে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। মৌসম ভবন জানাচ্ছে, ছুটির দিন সকালের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা কুয়াশা পড়তে পারে। আজ আবার বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান জেলায়। জারি করা হয়েছে সতর্কতা। আসলে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝার আগমনের ফলে আজ দক্ষিণবঙ্গের উত্তর অংশের মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কিছু আংশিক মেঘলা আকাশ সহ দু একটি জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। ভিজতে পারে কলকাতাও। মেঘলা থাকবে আকাশ।

উত্তরবঙ্গের আবহাওয়া

দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহের মতো উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিংয়ে ও কালিম্পং এর উঁচু পার্বত্য অঞ্চল হালকা থেকে মাঝারি তুষারপাত ও শিলাবৃষ্টি দেখা যেতে পারে। এমনকি বৃষ্টি হতে পারে কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।

Whatsapp Broadcast Join Now

আগামীকালের আবহাওয়া

সপ্তাহের সোমবার থেকে শহর-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের কমতে পারে তাপমাত্রা। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি তুলনামূলক শীতল আবহাওয়া অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সঙ্গে থাকুন ➥
X