ব্যাট, বলে বিধ্বংসী! IPL-র আগে তুখোড় ফর্মে KKR-র ১.৮ কোটির প্লেয়ার, তবুও হারল দল

Published:

kkr vaibhav arora
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতাঃ কথায় বলে, ‘ভাগ্যই শেষ কথা!’ কিন্তু ভাগ্যের পরিহাস কী হবে তার ওপর ভরসা করে তো আর বসে থাকা যায় না। তাই অস্ত্র হাতে জীবন যুদ্ধে নামতে হয় সকলকেই। শনিবার মহারাষ্ট্র বনাম হিমাচল প্রদেশের ম্যাচেও জয়ের আশায় বুক বেঁধে মাঠ দখলের লড়াইয়ে সামিল হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা বৈভব আরোরা। 22 গজে তাঁর চেষ্টাতেও ধরা দিয়েছে সাফল্য। এদিন KKR পেসারের কব্জির জোরও জাদু দেখিয়েছে শত্রু পক্ষ শিবিরে। তবে শেষ পর্যন্ত ম্যাচ জেতা হয়নি বৈভবের দল হিমাচলের।

পরাজিত হয়েও নজর কেড়েছেন বৈভব

মহারাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ শানাতে নেমে নিজেকে মেলে ধরেছিলেন নাইট তারকা বৈভব। কেকেআর পেসারের বল হাতে উইকেট শিকারের দৃশ্য সমর্থকদের মনে থাকলেও শনিবার ব্যাট ঘুরিয়ে ভিন্ন ছন্দে দেখা দিয়েছেন বৈভব। এদিন বল হাতে যেমন মহারাষ্ট্রের বিরুদ্ধে 5 উইকেট নিয়েছেন, ঠিক তেমনই দলের দুঃসময়ে ব্যাট করতে আসা আরোরা 24 বলে গড়েছেন 28 রানের নজির।

মাত্র 43 রান দিয়েই 5 উইকেট ভেঙেছেন KKR তারকা

মহারাষ্ট্রের ছেলেদের বিরুদ্ধে শনিবার বল হাতে 10 ওভার কাটিয়েছেন বৈভব। যার মধ্যে 1টি মেডেন ওভারও করেছিল সে। আর 10 ওভারের দৌঁড়ে মাত্র 43 রান দিয়ে 5 উইকেট তুলে দেন KKR তারকা। অরোরার হাতে বধ হয়েছেন মহারাষ্ট্রের আজিম কাজি। মাত্র 28 রানেই তাঁকে মাঠ ছাড়ার পথ দেখিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ পেসার। সেই সাথে বৈভবের কব্জির জোরের কাছে একে একে পরাস্ত হয়েছেন মহারাষ্ট্রের নিখিল নাইক, সত্যজিৎ, মুকেশ চৌধুরীসহ শূন্যতে ফিরে যাওয়া প্রদীপ দাধে।

কেকেআরের হয়ে জ্বলে উঠবেন বৈভব

বিজয় হাজারে ট্রফির মহারাষ্ট্র বনাম হিমাচলের ম্যাচে বৈভবের পারফরমেন্সই বলে দিচ্ছে আসন্ন 2025 আইপিএল মরসুমের জন্য তিনি নিজেকে কতটা তৈরি রেখেছেন। গত নভেম্বরে মেগা নিলামের আগে কেকেআরের রিটেনশন তালিকায় দেখা যায়নি বৈভবকে। তবে স্লগ ওভারে দক্ষ পেসারকে যে আসন্ন আইপিএলে কলকাতা দলেই দেখা যাবে একথা বুঝে গিয়েছিলেন ভক্তরা।

আর সেই সম্ভাবনাতেই সিলমোহর পরে নিলাম পর্ব চলাকালীন। নাইট ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অকশন টেবিলেই চূড়ান্ত হয়ে যায় বৈভবের ভবিষ্যৎ। চূড়ান্ত হয় বৈভবের গায়ে কলকাতার জার্সি ওঠার ভাবনাও। কাজেই রিটেনশন লিস্ট থেকে ছিটকে গিয়েও পুনরায় ঘরে ফিরে সতীর্থদের সাথে আক্রমণ শানাতে মুখিয়ে রয়েছেন 1.8 কোটি টাকার এই পেসার।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join