পার্থ সারথি মান্না, কলকাতাঃ একটা সময় ছিল যখন কাউকে টাকা পাঠাতে হলে বা বলা ভালো ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠাতে হলে বিরাট ঝামেলা পোহাতে হত। তবে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (Unified Payments Interface) চালু হওয়ার পর সেসব অতীত। কিউআর কোড স্ক্যান করেই চোখের পলকে টাকা ট্রান্সফার হয়ে যাচ্ছে। তবে আগামী ১ লা জানুয়ারি ২০২৫ থেকে এই UPI ব্যবহারের নিয়মে কিছু পরিবর্তন হতে চলেছে। আপনিও যদি একজন UPI ব্যবহারকারী হন তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
১ লা জানুয়ারি থেকে বদলাচ্ছে UPI এর নিয়ম
ইউপিআই যেমনভাবে ব্যবহার করতেন তেমনভাবেই ব্যবহার করা যাবে। তবে কিছু নিয়মে বদল হতে চলেছে। যারা UPI 123 Pay ব্যবহার করেন তাদের ট্রানজেকশন লিমিট এতদিন ছিল ৫০০০ টাকা। তবে এবার সেটাকে বাড়িয়ে ১০,০০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
UPI 123 Pay কি?
এখন অনেকেই হয়তো ভাবছেন UPI তো শুনেছি কিন্তু UPI 123 Pay আবার কি জিনিস? আসলে স্মার্টফোন ব্যবহারকারীরা ইন্টারনেটের সাহায্য ইউপিআই ব্যবহার করেন। কিন্তু ফিচার ফোনের ক্ষেত্রে সেই সুবিধা নেই। তাই ইন্টারনেট ছাড়া ইউপিআই ব্যবহারের জন্য তৈরী করা হয়েছে UPI 123 Pay, যার সাহায্যে ফিচার ফোন দিয়েও খুব সহজেই UPI ট্রানজাকশন করা যায়।
বাড়ছে ট্রানজ্যাকশন লিমিট
এতদিন UPI 123 Pay এর মাধ্যমে সর্বোচ্চ ৫০০০ টাকা পাঠানো যেত। তবে এবার আরবিআই এর নতুন নিয়ম অনুযায়ী সেটা বেড়ে ১০,০০০ করে দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে ট্রানজেকশনের ক্ষেত্রে ওটিপি দিতে হবে। অর্থাৎ প্রতিবার ১০,০০০ হাজার টাকার পেমেন্ট করার আগে ফোনে ওটিপি আসবে সেটা দিলে তবেই লেনদেন সফল হবে। মূলত সুরক্ষার কথা ভেবেই এমনটা করা হয়েছে।
প্রসঙ্গত, ভারতে চালু হওয়া ইউপিআই আজ গোটা বিশ্বে সমাদৃত হয়েছে। টাকা লেনদেনের এমন সহজ ও সেফ পদ্ধতি দেখে বহু দেশ থেকেই প্রশংসা মিলেছে। এমনকি শ্রীলংকাতেও টাকা লেনদেনের জন্য ইউপিআই চালু করা হয়েছে।
মমতার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য! অভিযুক্তকে স্বস্তি দিয়ে মামলায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট