কাজ না পেয়ে শুরু ভ্লগিং! ১ বছর পর নতুন মেগায় সেই জনপ্রিয় অভিনেতাকে ফেরাল স্টার জলসা

Published on:

actor sayak banerjee retursn to acting after one year with new serial chirosakha

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাংলা সিরিয়ালের জগতে জনপ্রিয় তারকাদের ভিড়ে এমনও কিছু মানুষ রয়েছে যারা দীর্ঘদিন ধরে কাল করলেও বর্তমানে কাজ পাচ্ছেন না। কিছুদিন আগেই এমনই অভিযোগ জানান এক অভিনেতা তথা ভ্লগার। হ্যাঁ ঠিকই দেখছেন ভ্লগার, কারণ কাজ না পেয়ে বাড়িতে বসে থাকার সময়েই নিজস্ব একটি ভ্লগ চালু করেন তিনি, তাতে সাফল্যও পেয়েছেন। ভাবছেন কার কথা বলছি? তিনি হলেন সায়ক চক্রবর্তী।

১ বছর পর পর্দায় ফিরছেন অভিনেতা

শেষবার ‘মঙ্গলময়ী মা শীতলা’ ধারাবাহিকে দেখা গিয়েছিল সায়ককে। এরপর ১ বছর কেটে গিয়েছে ছোটপর্দায় তাকে আর দেখা যায় নি। তবে এবার ষ্টার জলসার নতুন মেগা ‘চিরসখা’ এর হাত ধরে কামব্যাক করতে চলেছেন তিনি। ইতিমধ্যেই নতুন সিরিয়ালের শুটিং শুরু হয়েছে। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে অপরাজিতা ঘোষ ও সুদীপ মুখোপাধ্যায়কে। লীনা গঙ্গোপাধ্যায়ের পরিচালনার এই ধারাবাহিকের প্রোমো শীঘ্রই দেখতে পাবেন দর্শকরা।

কামব্যাক প্রসঙ্গে কি বললেন সায়ক?

ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল সায়কের সাথে। তখন তিনি জানান, ‘অনেক কলই পেয়েছিলাম। কিন্তু চরিত্রগুলো খুব একটা পছন্দ হয়ে উঠছিল না। তাই ভ্লগিংটা শুরু করি। কিন্তু এতে তো আর অভিনয়ের মত তৃপ্তি নেই। লীনাদি সুযোগ দেওয়ার ফলে আবারও চেনা ছন্দে ফিরতে পারলাম।’ এদিন অভিনেতা আরও জানান, তিন রাউন্ড অডিশন দিয়েই সুযোগ পেয়েছেন তিনি।

আসছে নতুন মেগা ‘চিরসখা’

গতানুগতিক চক ভেঙে অসমবয়সী প্রেমকাহিনী নিয়েই তৈরী হবে ‘চিরসখা’। শুধুমাত্র সায়ক নয় অপরাজিতা ঘোষও বেশ কিছু বছর পর পর্দায় ফিরছেন এই মেগার হাত ধরেই। এছাড়াও লাভলী মৈত্র, ফাল্গুনী চট্টোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, চন্দন সেন, ঐশী, রাজন্যা মিত্র, দীপান্বিতা হাজারী, মালবিকা সেন, রেশমি সেনকে দেখা যাবে ধারাবাহিকে।

এদিন নতুন সিরিয়ালের গল্প থেকে শুরু করে তার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করল হলেও সেভাবে কিছুই খোলসা করেননি। শুধুমাত্র জানান, পার্শ্বচরিত্র হলেও সেটা বেশ গুরুত্বপূর্ণ বাস্তবে আমি যেমন পর্দার চরিত্রটাও তেমনই। বাকি দর্শকেরা দেখে বলবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥