১০:৩৫ এর মধ্যে স্কুলে না ঢুকলেই! নতুন বছরে শিক্ষকদের জন্য কড়া নিয়ম, ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের

Published on:

wbbse

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর প্রায় শেষের মুখে। রাত পোহালেই নতুন বছর শুরু। আর বছর ঘুরতেই নতুন শিক্ষাবর্ষে পা। বদলে গেল একাধিক নিয়ম। শুধু পড়ুয়া নয়। শিক্ষক-শিক্ষিকাদেরও মানতে হবে একাধিক কড়া নিয়ম। এখন থেকে আর ১০ টা ৪০ নয়, প্রতিদিন সকাল ১০:৩৫ এর মধ্যে এখন স্কুলে ঢুকতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। সঙ্গে পড়ানোর কাঠামো পরিবর্তিত হতে চলেছে। পাশাপাশি পড়ুয়াদের মেনে চলতে হবে কঠোর নিয়মও।

আমাদের সাথে যুক্ত হন Join Now

শিক্ষকদের অ্যাটেনডেন্স নিয়মে পরিবর্তন

সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) তরফ থেকে আগামী বছরের অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং টিচার্স ডায়েরি প্রকাশিত হয়েছে। যেখানে শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশে পর্ষদ এক নয়া নির্দেশিকা জারি করেছে। বলা হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের সকাল ১০টা ৩৫ মিনিটের মধ্যে স্কুলে ঢুকতে হবে। এবং প্রার্থনা শুরু হবে ১০টা ৪০ মিনিটে।

১০টা ৪০ মিনিটের পরে যদি কোনও শিক্ষক-শি‌ক্ষিকা স্কুলে ঢোকে তাহলে তাঁর অ্যাটেনডেন্সে ‘লেট মার্ক’ দেওয়া হবে। পাশাপাশি বেলা ১১টা ১৫ মিনিটের পরে যদি কোনো শিক্ষক বা শিক্ষা উপস্থিত হন তাহলে তাঁকে ‘অনুপস্থিত’ হিসেবে গণ্য করা হবে। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত থাকতেই হবে। সপ্তাহে অন্তত ৩২ ঘণ্টা ক্লাস নিতে হবে তাঁদের। মাধ্যমিক পরীক্ষার সময়ে শিক্ষকদের দায়িত্ব নিয়েও বিস্তারিত ভাবে বলা হয়েছে ওই নির্দেশিকায়।

Whatsapp Broadcast Join Now

মোবাইল ব্যবহারেও নিষেধাজ্ঞা

প্রকাশিত বিজ্ঞপ্তিতে পর্ষদ মোবাইল ফোন ব্যবহারের নিয়মাবলি নিয়েও বিস্তারিত নির্দেশ জানিয়ে দিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে যে, পড়ুয়ারা স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। শিক্ষকেরা ক্লাসে অথবা পরীক্ষার হলে মোবাইল ব্যবহার করতে পারবেন না। এমনকি পড়াশোনা সংক্রান্ত কোনও কাজে ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করতে হলে প্রধান শিক্ষকের অনুমতি প্রয়োজন। আর এই আবহে ট্যাব প্রসঙ্গ উঠছে। ‘পড়াশোনা সুবিধার্থে’ চলতি বছর থেকে একাদশ শ্রেণি থেকে পড়ুয়াদের ট্যাব দেওয়া হচ্ছে। আর তাতেই অনেকে বলছেন তা হলে কি স্কুলে সেই ট্যাব আনা যাবে না?

সঙ্গে থাকুন ➥
X