আজকের পরেই বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, খেল দেখাবে তাপমাত্রার হেরফের

Published on:

south bengal weather

প্রীতি পোদ্দার, কলকাতা: শীত প্রেমীদের কাছে গোটা ডিসেম্বর মাস বেশ হতাশার মধ্যে দিয়ে কেটে যাচ্ছে। কখনও পশ্চিমী ঝঞ্ঝা, কখনও নিম্নচাপ সব মিলিয়ে আবহাওয়া একেবারে জগা খিচুড়ি হয়ে গিয়েছে। ১০ বছরের সবচেয়ে উষ্ণতম দিন কেটেছে চলতি বছরের বড়দিনে। এমনকি বর্ষশেষের রাতেও যে ঠান্ডা সেভাবে পড়ছে না, তা আগেই জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে নতুন বছরে সেই অপেক্ষা শেষ হবে। জানুয়ারি মাসের শুরুতেই তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে, কিন্তু এখনই প্রবল শীতের কোনও সম্ভাবনা নেই।

আমাদের সাথে যুক্ত হন Join Now

রাত পোহালেই ২০২৫। আবার এক নতুন বছরের সূচনা। আর এই নবসূচনার মাধ্যমেই শীতের আগমন ঘটতে চলেছে রাজ্য জুড়ে। ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে একধাক্কায়। সারাদিন জুড়ে বইবে শীতল হাওয়া। ফলে জব্বেশ শীতের একটা আমেজ তৈরি হতে পারে। কিন্তু সেই শীত খুব বেশি স্থায়ী থাকবে না। অর্থাৎ দিন চারেক পরেই ফের আবহাওয়া পরিবর্তিত হতে ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যাবে। বজায় থাকবে হালকা শীতের আমেজ।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ সপ্তাহের প্রথম এবং বছরের শেষ দিনে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। সঙ্গে বইবে শীতল হাওয়া। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বিকেল এবং সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কয়েকটি এলাকায়।

Whatsapp Broadcast Join Now

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

বছরের শেষ দিনে উত্তরবঙ্গে মনোরম আবহাওয়া। দুই পাহাড়ি জেলায় অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পঙের আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও আবহাওয়া শুষ্ক থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায়। শীতল হাওয়া বইবে সারাদিন। ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।

সঙ্গে থাকুন ➥
X