হামলায় মৃত্যু ৯০% বেশি, পাকিস্তানি সেনার কাছে সবথেকে ভয়ঙ্কর বছর ২০২৪! প্রকাশ্যে রিপোর্ট

Published on:

pakistan army

প্রীতি পোদ্দার, ইসলামাবাদ: রাত পোহালেই আরও এক নতুন বছরের আগমন। ২০২৪ কে বিদায় জানিয়ে মহাসমারোহে স্বাগত জানানো হবে ২০২৫ কে। আজ তাই বছরের শেষদিনে সকলেই ২০২৪ এর ভালো খারাপের স্মৃতি নিয়ে ডুবে রয়েছে।

WhatsApp Community Join Now

চলতি বছরে বিশ্বে নানা প্রান্তে নানা রকমের দুর্ঘটনা ঘটে দেখা গিয়েছে। বিমান দুর্ঘটনা থেকে শুরু করে রেল দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ গিয়েছে। বাংলাদেশের ঘটনাও তার মধ্যে উল্লেখযোগ্য। তবে গত এক দশকের মধ্যে ২০২৪ সাল হল পাকিস্তানের (Pakistan) কাছে সবচেয়ে প্রাণঘাতী দুর্ভাগ্যজনক বছর। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

২০২৪ পাকিস্তানের কাছে এক দুর্ভাগ্যজনক বছর

সম্প্রতি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ অর্থাৎ CRSS পাকিস্তানে ঘটে যাওয়া নানা ঘটনার সমীক্ষা করে একটি বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছে। সেই ভয়ংকর তথ্য সূত্রে জন্য গিয়েছে, ২০২৪ সালে পাকিস্তানে সংঘাত-সংশ্লিষ্ট ২ হাজার ৫৪৬ জনের প্রাণহানি হয়েছে। এবং আহত হয়েছে ২ হাজার ২৬৭ জন। এদের মধ্যে বেসামরিক, নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন। তাঁদের মধ্যে ১ হাজার ৫১২ জনের প্রাণহানি ঘটেছে। যা বিগত এক দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যায় উঠে এসেছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে নভেম্বর মাসে।

৪৪৪ টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে পাকিস্তানে

জানা গিয়েছে পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তালিকায় এর পরেই উঠে এসেছে বেলুচিস্তান এর নাম। যেখানে ৭৮২ জন মানুষ মারা গিয়েছে। গত বছরের তুলনায় এই বছর মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে ৯০ শতাংশ। সেক্ষেত্রে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া মৃত্যুর হার ৬৫ শতাংশ। চলতি বছর পাকিস্তানে ৪৪৪ টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে দেখা গিয়েছে। এবং উল্লেখযোগ্য বিষয় হল প্রতিদিন পাকিস্তানে ৯ জন করে মানুষ নিহত হচ্ছে। সব মিলিয়ে পাকিস্তান এবং আফগানিস্তানের রেষারেষি রীতিমত চরমে উঠছে। আর তাতেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে নতুন বছরেও কি তবে একই রেষারেষি চলবে দুই দেশের মধ্যে?

সঙ্গে থাকুন ➥
X