চার দশকের ইতিহাসে প্রথম! ১ জানুয়ারি থেকে কলকাতা মেট্রোয় নয়া নিয়ম, বাড়ছে ভাড়া

Published:

kolkata metro ticket price update
Follow

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বছর ১লা তারিখ থেকেই বড়সড় ঝটকা খেতে চলেছে আমজনতা। বিশেষ করে যারা প্রতিদিন যাতায়াতের জন্য কলকাতা মেট্রো (Kolkata Metro) ব্যবহার করেন। এবার থেকে বেশি টাকা খসবে রাতের বেলায় মেট্রো সফর করলে। হ্যাঁ ঠিকই দেখছেন, দিনের বেলা যে তাকে টিকিট কাটা যায়, তার থেকে বেশি খসবে রাতের পরিষেবার ক্ষেত্রে। ইতিমধ্যেই বিবৃতি জারি করেছেন মেট্রো কর্তৃপক্ষ।

১ লা জানুয়ারি থেকে দামি হচ্ছে মেট্রোর রাতের পরিষেবা

অনেকেই হয়তো ভাবছেন রাতের বেলা মেট্রো ধরলে কীভাবে বেশি টাকা খরচ হবে? এর উত্তরে শুরুতেই বলে রাখি, নতুন করে সারচার্জ বসাতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। যেখানে একটা নির্দিষ্ট সময়ের পর মেট্রোতে সফর করতে হলে টিকিট মূল্যের সাথে যুক্ত হবে সারচার্জ। মূলত বাড়তে থাকা আর্থিক ক্ষতির পরিমাণ কমানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে সিদ্ধান্তের ফলে শুরুর ৪০ বছর পর প্রথম সারচার্জ বসছে।

টিকিটের দামের সাথে জুড়বে সারচার্জ

আসলে যাত্রীদের সুবিধার জন্য অফিস টাইম পেরিয়ে যাওয়ার পর বেশ রাতের দিকেও মেট্রো পরিষেবা চালু রাখা হয়েছে। রাত্রি ১০.৪০ এও কবি সুভাষ ও দমদম থেকে মেট্রো ছাড়া হচ্ছে। অথচ এই সময় যাত্রী সংখ্যা সেই পরিমাণ না হওয়ায় দিন দিন ক্ষতির পরিমাণ বাড়ছে মেট্রোতে। এভাবে খুব বেশি দিন চালানো সম্ভব নয়। তাই আর্থিক ক্ষতি কিছুটা কমাতে সারচার্জ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেমনটা জানা যাচ্ছে ১ লা জানুয়ারি থেকেই রাতের মেট্রো ধরতে হলে ১০ টাকা সারচার্জ গুনতে হবে। অর্থাৎ টিকিটের দামের সাথে আরও দশ টাকা অতিরিক্ত দিতে হবে। তবে এই সিস্টেম পরীক্ষামূলকভাবেই চালু করা হয়েছে বলে জানায় হয়েছে বিবৃতিতে। আগামী দিনে কতটা ক্ষতি কমানো সম্ভব হচ্ছে তা দেখে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হতেই পারে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join