প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যবাসীর সুবিধার্থে এবং ভবিষ্যতে যুব সম্প্রদায়ের কথা ভেবেই পশ্চিমবঙ্গ সরকার একের পর এক প্রকল্পের উদ্বোধন করেই চলেছে। যার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী ইত্যাদি। আর এবার বেকার যুবক যুবতীদের ভবিষ্যতের কথা ভেবে আরও এক প্রকল্প চালু করা হয়েছে। সেটি হল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০২৩ সালের ১ এপ্রিল চালু হয় ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প। আজকের প্রতিবেদনের মাধ্যমে এই প্রকল্প সম্পর্কে সম্পূর্তা জেনে নেওয়া যাক বিস্তারিত।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কী?
পশ্চিমবঙ্গ সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এর মাধ্যমে বাংলার যুবক যুবতীরা কর্মসংস্থানের ক্ষেত্রে প্রশাসনকে পাশে পাবে। যুবক-যুবতীরা যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন সেজন্য চালু করা হয়েছে এটি। এই কার্ডের মাধ্যমে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নিয়ে নিজের ব্যবসা চালু করতে পারবেন যুবক-যুবতীরা। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৮০০ কোটি টাকার ঋণ অনুমোদন হয়েছে এই প্রকল্পের আওতায়। যার ফলে এতে একদিকে যেমন কর্মসংস্থান বাড়ছে, ঠিক তেমনি অন্যদিকে রাজ্যের আর্থিক উন্নয়নের গতিও ত্বরান্বিত হচ্ছে। মূলত ১৮ থেকে ৫৫ বছর বয়সি বেকার যুবক-যুবতীদের জন্য চালু করা হয়েছে এই প্রকল্প।
রাজ্যের প্রতিটি ব্লকে গত এক মাস ধরে চলা ‘শিল্পের সমাধানে’ শিবিরে অসংখ্য মানুষ এই প্রকল্প সম্পর্কে জানতে আগ্রহ দেখিয়েছেন। এবং আবেদনের সংখ্যা ছাড়িয়েছে প্রায় দেড় লক্ষেরও বেশি। অনুমান করা হচ্ছে চলতি মাসের মধ্যেই সহজ শর্তে ঋণ প্রদানের মোট অঙ্ক ১,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এদিকে রাজ্যের প্রশাসনের মতে, এই প্রকল্প রাজ্যের বেকারত্বের হার কমাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আগামী দিনে আরও বিপুল জনপ্রিয়তা অর্জন করবে বলে আশাবাদী পশ্চিমবঙ্গ সরকার।
কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে?
জানা গিয়েছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সরকারের এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন করা যাবে। এজন্যে WBBCCS পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। অথবা https://bccs.wb.gov.in/- লিঙ্কে ক্লিক করেও এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্যে আবেদন করা যাবে। সেক্ষেত্রে কয়েকটি নথি জমা দিতে হবে। যেমন ভোটার কার্ড, আধার কার্ড কিংবা যে কোনও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এছাড়াও প্যান কার্ড এবং বয়সের প্রমাণপত্র থাকা খুব জরুরি। তবে এই প্রকল্পে আবেদন করার আগে মাথায় রাখতে হবে যে অন্য কোনও ব্যাঙ্ক থেকে লোন নিয়ে যার পরিশোধ করতে পারেননি তারা এই আবেদন করতে পারবেন না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |