‘বৌ পালাবে’, কর্মজীবন নিয়ে বিস্ফোরক গৌতম আদানি

Published:

gautam adani and his wife
Follow

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমান সময়ে ওয়ার্ক লাইফ ব্যালেন্স মাঝেমধ্যেই চর্চায় উঠে আসে। বিষেশ করে Infosys এর প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির একটি কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পরে। তিনি সপ্তাহে ৭০ ঘন্টা কাজ করার পক্ষে বলেন। এবার আদানি গ্রূপের চেয়ারম্যান গৌতম আদানিও (Gautam Adani) কর্পোরেট জগতের মধ্যে চলতে থাকা ওয়ার্ক লাইফ ব্যালেন্স প্রসঙ্গে নিজের মন্তব্য জানালেন।

আট ঘন্টা বাড়িতে থাকলে বৌ পালিয়ে যাবে : গৌতম আদানি

সম্প্রতি TOI-কে একটি ইন্টারভিউ দিয়েছিলেন গৌতম আদানি। সেখানেই কাজ ও ব্যক্তিগত জীবনের মাঝের সামজ্ঞস্য নিয়ে মুখ খোলেন তিনি। তাঁর মতে, আট ঘন্টা পরিবারকে সময় দিলে বৌ পালিয়ে যাবে।’ ওয়ার্ক লাইফ ব্যালেন্স সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এটা না আপনি আমার উপর চাপাতে পারবেন না আমি আপনার উপর চাপাতে পারব। কেউ পরিবারের সাথে ৪ ঘন্টা সময় কাটিয়ে আনন্দ পায় তো কেউ আবার ৮ ঘন্টা পরিবারের সাথে সময় কাটিয়ে আনন্দ পায়। তবে আপনি যদি পরিবারের সাথে ৮ ঘন্টা কাটান তাহলে বৌ পালিয়ে যাবে।

ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে মুখ খুললেন আদানি গ্রূপের চেয়ারম্যান

সংবাদ মাধ্যমের সাথে হওয়া সাক্ষাৎকারে গৌতম আদানি জানান, ‘যখন আপনি এমন কাজ করেন যেটা আপনার পছন্দের, তখন কাজ আর জীবনের ভারসাম্য ঠিকই বজায় থাকবে। আমাদের তো হয় পরিবার নয় কাজ। আমাদের কাছে এছাড়া অন্য কোনো পৃথিবীই নেই। আমাদের বাচ্চারাও এটাই মেনে চলে, ওরাও এমনই কঠিন পরিশ্রমী।

কীভাবে জীবনকে আরও সহজ সরল করা যাবে?

আদানির মতে, ‘জীবনে ব্যক্তিগত চরিত্র আর বিনম্রতা খুব ইগুরুত্বপূর্ণ। আমার মতে বাকি সব তো কৃত্রিম, এমনকি সম্পত্তিও। আপনি যা খান, আমিও তাই খাই। অর্থ আপনাকে এই ক্ষমতাটা দেয় যে আপনি সেটা কোথায় ও কিভাবে ব্যবহার করবেন সেটা বেছে নিতে পারবেন। তবে তবেই জীবনের মধ্যে বয়ে চলেছে কেউ স্থির নয়। এটা যখন কেউ বুঝে যাবে তখনই জীবন সহজ সরল হয়ে যাবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join