Indiahood-nabobarsho

জানুয়ারিতে রেশন কার্ডে অতিরিক্ত সামগ্রী, মিলবে ৯ রকমের জিনিস, দেখুন লিস্ট

Published on:

ration card january

শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন বছর শুরু হতে না হতেই মধ্যবিত্ত ঘরের মানুষের জন্য রইল দারুণ এক সুখবর। বিশেষ করে আপনিও যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আর এই জরুরি খবরটি হল রেশন সামগ্রী নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে এবার সকলকে এই জানুয়ারি মাসে আরও অতিরিক্ত রেশন দেওয়ার ঘোষণা করা হয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। কেউ পাবেন বিনামূল্যে তো অন্যদিকে আবার কেউ পাবে একদম ন্যায্য দামে। এবার আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কী কী সামগ্রী অতিরিক্ত মিলবে? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অতিরিক্ত রেশন দেওয়ার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

ইতিমধ্যে কোন রেশন কার্ডে (Ration Card) কতটা পরিমাণে অতিরিক্ত রেশন পাবেন সেই নিয়ে একটি তালিকা অবধি জারি করা হয়েছে। আর এই তালিকা দেখে খুশি হয়েছে গিয়েছেন সকলেই। এই তালিকা অনুযায়ী, রেশনে ৯ রকমের সামগ্রী দেওয়া হবে বলে খবর। আপনিও যদি সরকারের কাছ থেকে রেশন পেয়ে থাকেন তাহলে আজকের এই লেখাটি রইল আপনার জন্য। এক নজরে জেনে নিন কে কতটা পরিমাণে রেশন পেয়ে যাবেন।

RKSY-1 এবং RKSY-2 কার্ডধারীদের বরাদ্দ
RKSY-1 জনপ্রতি ৫ কেজি চাল RKSY-2 কার্ডধারীরা জনপ্রতি ২ কেজি চাল পেয়ে যাবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)

এবার আসা অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) প্রসঙ্গে। এই কার্ডধারীরা অর্থনৈতিকভাবে সবচেয়ে দুর্বল শ্রেণীর মানুষ। জানুয়ারি মাসে এই বিশেষ কার্ডধারীরা চাল ২১ কেজি, আটা: ১৩.৩০০ কেজি ও চিনি ১ কেজি করে পেয়ে যাবেন।

বিশেষ অঞ্চলের জন্য অতিরিক্ত বরাদ্দ

জঙ্গলমহল, পার্বত্য অঞ্চল এবং চা বাগানের শ্রমিকদের জন্য অতিরিক্ত রেশন সামগ্রী বরাদ্দ করা হয়েছে। এটি রাজ্যের বিশেষ অঞ্চলগুলির মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বড় পদক্ষেপ।

SPH এবং PHH

বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH) এবং অগ্রাধিকার পরিবারের Ration গ্রাহকেরা জনপ্রতি ৩ কেজি চাল ও ১. ৯০০ কেজি আটা পেয়ে যাবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group