Indiahood-nabobarsho

সম্পূর্ণ ফিট, সিডনি টেস্টের দিনই দলে ফিরছেন শামি, হয়ে গেল ঘোষণা

Published on:

mohammed shami

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে পা না পড়লেও শুক্রবার বাংলা বনাম বিহারের ম্যাচে প্রত্যাবর্তন ঘটবে ভারতের তারকা পেসার মহম্মদ শামির (Mohammed Shami)। সৈয়দ মুস্তাক আলির 20 ওভারের পর এনসিতে রিহ্যাব করতে গিয়েছিলেন ভারতীয় তারকা পেসার। বাংলা দলের হয়ে টুর্নামেন্টের শুরুর দিকে মাঠে দেখা মেলেনি শামির। ফলত ভক্তদের মনে ভারতীয় পেসারকে নিয়ে সংশয়ের পরিধি আরও বাড়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্ষীণ হয়ে যাওয়া শামির উপস্থিতির সম্ভাবনা এবার ঘরোয়া ক্রিকেটেও চিন্তার কারণ হয়ে উঠেছিল। অবশেষে শামি ভক্তদের সেই অপ্রাপ্তি ঘোঁচাবে আগামীকালের ম্যাচে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বাংলার জার্সি গায়ে মাঠে ফিরছেন শামি

দীর্ঘদিন ধরে চোট যন্ত্রণা নিয়ে মাঠে ফেরার আক্ষেপ কুরে কুরে খাচ্ছিল শামিকে। তবে এনসিএর সূত্র বলছে, শামি এখন সম্পূর্ণ ফিট। যে কারণ দেখিয়ে রোহিত শর্মারা অস্ট্রেলিয়া সিরিজে তাঁকে নিতে চাননি, বাংলার বিরুদ্ধে সেই কারণ উড়িয়ে মাঠে ফিরছেন ভারতের তারকা পেসার। আশ্চর্যের বিষয়, মেলবোর্ন টেস্টে পরাস্ত ভারত 3 জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে নামবে, কাকতালীয়ভাবে সেই দিনই শামিকে দলে পাচ্ছে বাংলা।

শামির লক্ষ্য এখন চ্যাম্পিয়নস ট্রফি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আক্রমণ শানাবার ইচ্ছে অধরা থেকে গেলেও বাংলার হয়ে বিজয় হাজারের 50 ওভার ফরম্যাটে কামব্যাক করবেন শামি। তবে শুধু এই ঘরোয়া ক্রিকেটে নিজেকে আটকে রাখতে চাইছেন না ভারতের অভিজ্ঞ পেসার। জানা যাচ্ছে, মূলত বর্ডার গাভাস্কার ট্রফিতে অংশগ্রহণের আক্ষেপ নিয়ে দ্রুত চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলিতে পাড়ি জমাতে চান শামি। সূত্র বলছে, ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ওয়ানডে সিরিজে ভারতীয় দলে জায়গা ফিরে পেতে নিজস্ব অস্ত্রে শান দিচ্ছেন পেসার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তাঁর অনুপস্থিতিতে ভারতের বোলিং লাইনআপ যে একপ্রকার ধুঁকছে একথা মুখে না বললেও মনে মনে বহুবার আউড়েছেন শামি। তাই অস্ট্রেলিয়ায় না হলেও আসন্ন সিরিজ গুলিতে ভারতীয় দলে তাঁর কামব্যাক কতটা জরুরি এ কথা ভেবেই বিজয় হাজারেতে নিজস্ব দক্ষতাকে ঝালিয়ে নিতে চাইছেন ভারতের বোলিং স্তম্ভ। বলা বাহুল্য, শেষবারের মতো 2023 সালে টিম ইন্ডিয়ার হয়ে ওয়ানডেতে জায়গা হয়েছিল শামির। তবে এরপর থেকে চোট যন্ত্রণায় জর্জরিত হয়ে অস্ত্রোপচার ও বিশ্রামের দিনগুলিতে ভারতের কথা বারংবার স্মরণ করেছেন তিনি।

যদিও একদিকে শামির ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলেও বহুবার উসকে গিয়েছে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় তারকার উপস্থিতি জল্পনা। তবে শেষ পর্যন্ত অজিভূমিতে জায়গা না হলেও ভারতীয় দলে ফেরার রাস্তা আগামীকালের বিজয় হাজারে ম্যাচ দিয়ে সুনিশ্চিত করতে চান টিম ইন্ডিয়ার অন্যতম সেরা পেসার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group