বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহম্মদ শামির (Mohammed Shami) সাথে সম্পর্কে রয়েছেন টেনিস তারকা সানিয়া মির্জা? কবে বিয়ে করবেন তাঁরা? কেন সম্পর্ক নিয়ে মুখ খুলছেন না কেউই? এই ধরনের একাধিক সমগোত্রীয় প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দুই ক্রীড়া তারকার অনুরাগীদের মনে। কিন্তু সব সময়েই যে কল্পনা বাস্তব রূপ পাবে তেমনটা নয়। সত্য অপ্রিয় হলেও তা উড়িয়ে দিয়ে শামি-সানিয়াকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেদার পোস্ট করছেন নেট নাগরিকরা।
স্রোতে গা ভাসিয়ে বহে যাচ্ছে দুজনের রঙিন মুহূর্তের ছবিগুলি। কিন্তু এগুলির একটিও কি আসল? আদৌ কখনও সামনাসামনি দেখা করেছেন শামি ও সানিয়া? না। সানিয়ার সাথে ভারতীয় ক্রিকেট তারকার যে কোনও সম্পর্ক গড়ে ওঠেনি সে কথা আগেই জানিয়েছিলেন টেনিস সুন্দরীর বাবা। তবে ভক্তরা নাছোড়বান্দা! তাই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েই বানিয়ে ফেলেছেন দুই পছন্দের তারকার ডুয়েট ফটো।
শামি-সানিয়ার প্রেম কাহিনী কী শুধুই গুজব?
ভারতের ভরসার কাঁধ মহাম্মদ শামির বিবাহ বিচ্ছেদের পরই টেনিস সুন্দরীর সাথে অজানা কারণে ক্রিকেটারের নাম জড়িয়ে দেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ভেসে আসে শামি-সানিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের কথা। তবে এই ঘটনার সূত্রপাত যে সম্প্রতি হয়েছে তেমনটা নয়। এর আগেও বহুবার মহম্মদ শামির সাথে সানিয়া মির্জার নাম জড়িয়ে অসংখ্য অগ্রহণযোগ্য মন্তব্য করেছেন অনুরাগীরা।
তবে ধৈর্যের বাঁধ একেবারে গুড়িয়ে যায় 2024 সালের জুন মাস নাগাদ। প্রেম কাহিনীর রটনা সেবার পরিণত হয় বিবাহের গুঞ্জনে। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় মহম্মদ শামি ও সানিয়া মির্জার বিয়ের খবর। এরপরই মেয়েকে নিয়ে ওঠা গুজব প্রসঙ্গে মুখ খোলেন মির্জার বাবা। শামির সাথে সানিয়ার বিবাহ গুঞ্জন উড়িয়ে দিয়ে ভদ্রলোক বলেন, মেয়েকে অন্য একজনের সাথে জড়িয়ে যে ধরনের গুজব রটানো হচ্ছে সেটা একেবারেই ঠিক নয়। এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো। সানিয়া এবং শামি কোনও দিনও একে অপরের মুখোমুখি হয়নি।
থেমে থাকেননি অনুরাগীরা
সানিয়া ভক্তদের কুকর্মে বাঁধ সেধে গুজব ছড়াতে নিষেধ করলেও প্রিয় তারকার বাবার কথা একেবারেই আমলে নেননি নেট নাগরিকরা। সানিয়ার পরিবারের তরফে নেটিজেনদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ সত্বেও দুই প্রিয় তারকাকে নিয়ে নিখুঁতভাবে AI নির্মিত ছবি বানিয়ে তা সমাজ মাধ্যমে পোস্ট করে গিয়েছেন তাঁরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে সানিয়া ও শামির রঙিন মুহূর্তের ছবি ভেসে আসে প্রায়শই।
তবে সেসবের কোনওটিই আসল নয়। পুরোটাই কৃত্রিম বুদ্ধিমত্তার কামাল। কখনও একে অপরের হাত ধরে, কখনও আবার পাহাড়ে শামির কাঁধে মাথা রেখে সানিয়ার AI ছবিগুলি ব্যাপক ঝড় তুলেছে, নেট জগতে। ভক্তদের মধ্যে অনেকেই আবার সেই সব ছবিকে বাস্তব বলে দাগিয়ে দিয়েছেন। তবে অনুরাগীদের সাহসী আচরণ প্রসঙ্গে এখনও পর্যন্ত সেভাবে মুখ খোলেননি শামি-সানিয়া দুজনের কেউই।
প্রসঙ্গত, 2023 সালে টেনিস দুনিয়া থেকে অবসর নেওয়া সানিয়া মির্জা বিবাহ বিচ্ছেদের পর এখন ছেলের সাথেই জীবনের বাকি সময়টা কাটাচ্ছেন। অন্যদিকে ভারতের তারকা পেসার মহাম্মদ শামি স্ত্রীর সাথে সম্পর্কের পাঠ চুকিয়ে এখন চ্যাম্পিয়নস ট্রফিকে পাখির চোখ করে নিজস্ব অস্ত্রে শান দিচ্ছেন। বলা বাহুল্য, পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের হাত ধরে বৈবাহিক সম্পর্কে পা রেখেছিলেন মির্জা।
জানা গিয়েছে, সানিয়ার সাথে ডিভোর্সের পর বর্তমানে অন্য এক নারীকে ঘরণী বানিয়েছেন পাক তারকা। তবে সম্প্রতি যাঁকে নিয়ে সানিয়াকে সন্দেহের নজরে রেখেছেন ভক্তরা সেই শামির বিয়ে হয়েছিল হাসিন জাহানের সঙ্গে। তবে বর্তমানে দুজনের পথ আলাদা হলেও মেয়েকে নিয়ে যথেষ্ট চিন্তিত উভয়ই।