Indiahood-nabobarsho

বাংলা সিনেমায় ইতিহাস, বক্স অফিসে একের পর এক রেকর্ড খাদানের, কত আয় মিঠুনের সন্তানের?

Published on:

khadaan vs shontaan box office collection

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাংলা সিনেমার জগতে নতুন ইতিহাস তৈরী করতে চলেছে দেব অভিনীত খাদান (Khadaan Box Office Collection) এমনটা অনেকেই ধারণা করেছিলেন। সেটা খানিক সত্যিও হতে শুরু করেছে। কারণ ১ লা জানুয়ারি নববর্ষ উদযাপনের দিনেই ১.৬ কোটি টাকার ব্যবসা করেছে খাদান। হ্যাঁ ঠিকই দেখছেন, হলের প্রায় বেশিভাগ শোই হাউসফুল হয়ে সুপারহিট হয়ে গিয়েছে দেবের ছবিটি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সবচেয়ে দ্রুত ১০ কোটি আয়ের রেকর্ড করল ‘খাদান’ | Khadaan Box Office Collection|

দেখতে দেখতে ১৩ দিন হল ‘খাদান’ রিলিজ হয়েছে। আর এরই মধ্যে ১১.৫ কোটি টাকা ঘরে তুলেছে ছবিটি। দ্রুত দশ কোটি টাকা তোলার নিরিখে রেকর্ড গড়েছে দেবের ছবি। এর আগে এই রেকর্ড ছিল দেবেরই আরেকটি ছবি চাঁদের পাহাড়ের কাছে। চাঁদের পাহাড়ের ১৬ দিন লেগেছিল ১০ কোটি টাকা তুলতে। এমনকি বহু চর্চিত বহুরূপী সিনেমাটিও ১৯ দিন লাগিয়েছিল দশ কোটি আয় করতে।

এক দিনেই আয় ১.৬ কোটি

দীর্ঘদিন ধরেই বাংলা ইন্ডাস্ট্রিতে সেভাবে ভালো কোনো কমার্শিয়াল ছবি আসেনি। তবে এবার সেই অভাব মিটিয়ে দিলেন দেব। অবশ্য ছবির রিলিজের আগে প্রচার বা বলা ভালো প্রমোশনও ছিল দেখার মত। বিশেষ করে দেব ভক্তদের মধ্যে উচ্ছাস ছিল চোখে পড়ার মত। ছবি সুপারহিট হওয়ার পর সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারের সময় দেব জানান, আগামী দিনে আরও বড় বাজেটের আরও গ্রান্ড ছবি তৈরী করবেন তিনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বক্স অফিসে খাদানকে কতটা টেক্কা দিল ‘সন্তান’?

এবছর বড়দিনের আগে শুধু খাদান নয় আরও বেশ কিছু ছবি রিলিজ করেছিল। যার মধ্যে অন্যতম একটি মিঠুন চক্রবর্তী অভিনীত সন্তান। সম্প্রতি এসভিএফ এর তরফ থেকে মহেন্দ্র সোনি টুইট করেন, ‘নাম্বার কখনো মিথ্যে বলে না। শেষ কিছুদিন ধরে সিনেমাহলে বাজিমাত করছে সন্তান। আজকের দিনটাও খুবই গুরুত্বপূর্ণ, দেখা যাক কি হয়!’

এই টুইটের পর নেটিজেনদের অনেকেই নানা মন্তব্য করেছেন। তার মধ্যে একজন প্রশ্ন করেন ‘বহুরূপী’ সিনেমার সময় বক্স অফিস কালেকশনের অঙ্কটা প্রকাশ করা হচ্ছিল, তাহলে সন্তানের ক্ষেত্রে তেমনটা করা হচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তরে মহেন্দ্র সোনি জানান, ‘আমরা তখনই তথ্য প্রকাশ করে যখন প্রযোজনা সংস্থা জানতে চায়। তবে বলে রাখা ভালো, খাদানের অঙ্ক কিন্তু সত্যিই ভালো’।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group