Indiahood-nabobarsho

বাইকের দামে চারচাকা, ২ লাখের কমেই পেয়ে যান Maruti Suzuki-র জনপ্রিয় গাড়ি

Published on:

maruti suzuki wagon r

পার্থ সারথি মান্না, কলকাতাঃ অনেকেরই স্বপ্ন থাকে একটা নিজস্ব চার চাকা গাড়ি কেনার। কিন্তু টাকার সমস্যার কারণে সেটা আর নেওয়া হয়ে ওঠে না। তবে এবার মধ্যবিত্তের একেবারে বাজেটের মধ্যেই স্বপ্নপূরণের ধামাকা অফার নিয়ে হাজির Spinny। নতুন গাড়ির যে হারে দাম বেড়ে চলেছে তাতে পুরোনো গাড়ি কেনা সবচেয়ে ভালো অপশন হতে পারে। এক্ষেত্রে একদিকে যেমন বেশ কিছু টাকা বাঁচানো যায় তেমনি অনেক সময় সস্তায় দুর্দান্ত সুন্দর গাড়িও পাওয়া যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মাত্র ২ লাখেই চারচাকা গাড়ি

আপনার যদি বাজেট হয় ২ লক্ষ টাকা তাহলে পুরোনো মারুতি ওয়াগন আর (Maruti Suzuki Wagon R) নিয়ে নিতে পারেন। ২০১২ সালের মারুতি সুজুকি ওয়াগন আর পেয়ে যেতে পারেন দুই লক্ষ টাকার মধ্যেই। ভাবছেন কোথায়? উত্তর হল ‘Spinny Cars’। এটি আসলে একটি পুরোনো গাড়ি বিক্রি করার প্লাটফর্ম যেখানে মাত্র ৩৯০০০ কিলোমিটার চলা গাড়ি পেয়ে যেতে পারেন ১ লক্ষ ৯৯ হাজার টাকাতেই। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে গাড়িটি কিন্তু সেকেন্ড হ্যান্ড হয় বরং থার্ড হ্যান্ড বা দ্বিতীয় যিনি মালিক ছিলেন তিনি বিক্রি করছেন।

এই গাড়িটি নেওয়ার জন্য আপনি ইএমআই এর সুবিধাও পেতে পারেন। আপনি যদি যোগ্য হন তাহলে মাসিক মাত্র ৭৭১৯ টাকার বদলেই গাড়িটি পেয়ে যেতে পারেন। তাই নতুন বছরে যদি সস্তায় একটা গাড়ি নেওয়ার প্ল্যান থেকে থাকে তাহলে ঝটপট স্পিনি ওয়েবসাইটে ভিজিট করে যোগাযোগ করতেই পারেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

২ লাখে Maruti Suzuki Wagon R 1.0 LXI

Spinny প্ল্যাটফর্মে একটি পুরোনো ২০১৩ সালের মারুতি ওয়াগন আর মডেল রয়েছে। যেটি মাত্র ২ লক্ষ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। পুরোনো হলেও দেখতে যথেষ্ট ভালো ও গাড়ির ইন্সুরেন্সও করা রয়েছে। এমন একটি গাড়ি ২ লক্ষ টাকার এককালীন পেমেন্ট বা মাসে ৭৭১৯ টাকা EMI এর মাধ্যমে নিজের করে নিতে পারেন আপনি।

maruti wagon r at 2 lakh at spinny cars

এখানেই শেষ নয়, চাইলে এর থেকেও কমে Maruti Wagon R পেয়ে যাবেন আপনি। তবে সেটি আরও একটু বেশি পুরোনো অর্থাৎ ২০১১ সালের মডেল হবে। এক্ষেত্রে গাড়্রির দাম পড়বে মাত্র ১.৯৮ লক্ষ টাকা। গাড়িটি মোট ৭১,৮৪৩ কিমি চলেছে। ১.২ লিটার পেট্রল ইঞ্জিনের এই গাড়িটিতে ৫ স্পিড গিয়ার বক্স থাকছে। তাই যদি একেবারে বাজেটের মধ্যে চারচাকা কিনতে চান এটি অবশ্যই দেখতে পারেন।

প্রসঙ্গত, পুরোনো গাড়ি কেনার সময় কিছু জিনিস অবশ্যই চেক করে নিতে হবে। প্রথমেই গাড়ি স্টার্ট করে ঠিক মত চালু হচ্ছে কি না দেখে নিতে হবে। এরপর স্টিয়ারিং ঘুরিয়ে ও প্রয়োজনে টেস্ট ড্রাইভ নিয়ে গাড়িতে কোনো ধরণের সমস্যা আছে কি না চেক করে নিতে হবে। এছাড়া গাড়ির ইন্সুরেন্স, আরসি ইত্যাদি ঠিক আছে কি না চেক করে নিতে হবে। ভালো করে চেকিং করার পরেই পুরোনো গাড়ি কেনা উচিত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group